গত পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য এবার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে একথা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে।
সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে অশ্বিনী বৈষ্ণব লেখেন, “মিঠুন দা’র অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা। কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন জুরি। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজি’র অসামান্য অবদান রয়েছে।” তিনি আরও জানিয়েছেন, ৮ অক্টোবর ৭০ তম জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে মিঠুন চক্রবর্তীর হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হবে।
অন্যদিকে, খবর প্রকাশ্যে আসতেই আবেগপ্রবণ মিঠুন চক্রবর্তী। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমার কাছে কোনও শব্দ নেই। আমি হাসতে পারছি না, খুশিতে কাঁদতে পারছি না। কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা ছেলে, মুম্বইয়ে ফুটপাথে থেকে, লড়ে আজ এখানে এসেছি। তাকে এতবড় সম্মান দিলে কী বলবে সে? কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। একটাই কথা বলতে পারি, এই সম্মান আমি উৎসর্গ করলাম আমার পরিবারকে আর গোটা পৃথিবীতে আমার যত অনুরাগী রয়েছে সবাইকে। আমার সত্যিই কিছু বলার নেই।"
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন মিঠুন। যেটি ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। যা নিয়ে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতে চর্চা হয়েছিল।
১৯৭৬ সালে বাঙালী পরিচালক মৃণাল সেনের হাত ধরে সিনেমার জগতে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। মমতাশঙ্করের বিপরীতে ‘মৃগয়া’ সিনেমায় অভিনয় করে প্রথমবারেই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এরপরে ধীরে ধীরে বলিউডে পা রাখেন তিনি। কিন্তু সেই রাস্তাটা অতোটা সোজা ছিল না। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করতে বেজায় বেগ পেতে হয় মিঠুনকে।
চারবছর মুম্বাইতে লড়াই করার পর অবশেষে ১৯৮০ সালে বলিউডে মিঠুন চক্রবর্তীর প্রথম হিট ছবি ছিল ‘সুরক্ষা’। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৮২ সালের ‘ডিস্কো ড্যান্সার’ ছবিতে ‘জিমি’র ভূমিকায় অভিনয় করেছিলেন। যা বক্স অফিসে বিশাল সাফল্য পায়। ‘ডান্স ডান্স’, ‘প্যার ঝুকতা নেহি’, ‘কসম পয়দা করনে ওয়ালে কি’, ‘কমান্ডো’ সহ অসংখ্য হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৯০ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্যও প্রশংসিত হন।
মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ফেসবুক পোষ্টে তিনি লেখেন, “দাদাসাহেব ফালকে মিঠুন চক্রবর্তী। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন