Mumbai Drugs Case: শাহরুখ পুত্রকে ছাড়তে ২৫ কোটি টাকা ঘুষের দাবি! আরও বিপাকে সমীর ওয়াংখেড়ে

People's Reporter: গত বছর মে মাসে প্রাক্তন ওই অফিসারের বিরুদ্ধ ২৫ কোটি টাকা ঘুষ র অভিযোগ দায়ের করেছিল সিবিআই। সিবিআই-র দায়ের করা এফআইআর-এ সমীর ওয়াংখেড়ে ছাড়া আরও চার জনের নাম ছিল।
আরিয়ান খান, সমীর ওয়াংখেড়ে
আরিয়ান খান, সমীর ওয়াংখেড়েফাইল চিত্র
Published on

শাহরুখ পুত্র আরিয়ান খানকে মাদক যোগে গ্রেফতার করা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক তহরুপের মামলা দায়ের করল ইডি। ওই আধিকারিকের বিরুদ্ধে আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তিনিই নন, আরও অনেকের নাম রয়েছে এফআইআর কপিতে।

সূত্রের খবর, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’-র অধীনে মামলা দায়ের করেছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর কয়েকজন সাবেক কর্মকর্তাকেও তলব করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলার আগাম জামিন চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সমীর ওয়াংখেড়ে। তাঁর আবেদন, এই মামলায় তাঁর বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না নেওয়া হয়।

এর আগে গত বছর মে মাসে প্রাক্তন ওই অফিসারের বিরুদ্ধ ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিল সিবিআই। সিবিআই-র দায়ের করা এফআইআর-এ সমীর ওয়াংখেড়ে ছাড়া আরও চার জনের নাম ছিল। তাঁরা হলেন, বিশ্ব বিজয় সিং, প্রাক্তন এনসিবি কর্তা আশিস রঞ্জন, কেপি গোসাভি এবং তাঁর সহযোগী সানভিল ডি'সুজা। এই কেপি গোসাভি হলেন সেই ব্যক্তি যিনি আরিয়ান খান মামলার সাক্ষী এবং যাঁকে শাহরুখ পুত্রের সাথে সেলফি তুলতেও দেখা যায়।

প্রসঙ্গত, ২০২১ সালের ২রা অক্টোবর কর্ডেলিয়া ক্রুজ নামের এক প্রমোদতরণীতে তিনদিনব্যাপী এক মিউজিক্যাল ট্যুর আয়োজন করা হয়েছিল। গোয়া-গামী সেই বিলাসবহুল তরণীতে প্রায় ১৫০০ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ছিলেন বলিউড, ফ্যাশন এবং বাণিজ্যজগতের বিশিষ্ট মানুষজন। সেখানেই গোপন সূত্রে খবর পেয়ে NCB-র তরফে সমীর ওয়াংখেড়ে, তাঁর দল নিয়ে পৌঁছে যান সেই তরণীতে।

এক বছর পরে, এনসিবি ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ড্রাগ-অন-ক্রুজ মামলায় চার্জশিট দাখিল করে কিন্তু আরিয়ান খানকে ক্লিন চিট দেয়।

আরিয়ান খান, সমীর ওয়াংখেড়ে
Sandeshkhali: রেশন দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে শাহজাহানের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in