Kangana Ranaut: ‘এমার্জেন্সি’ মুক্তি নিয়ে জটিলতা আরও বাড়ল, এবার কঙ্গনাকে নোটিশ চণ্ডীগড় আদালতের

People's Reporter: অন্যদিকে, সম্প্রতি কঙ্গনা রানাউত দাবি করেছেন, ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ায় আর্থিক সঙ্কটে রয়েছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রা পালি হিলের বাংলোও বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি।
ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা
ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনাছবি - সংগৃহীত
Published on

আরও জটিলতা বাড়ল কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’ ছবি মুক্তি নিয়ে। এবার চণ্ডীগড় জেলা আদালতের পক্ষ থেকে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে। আগামী ৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

জানা গেছে, জেলা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আইনজীবী রবিন্দর সিং বাসি আদালতে একটি আবেদন দাখিল করেন। আইনজীবীর দাবি, কঙ্গনা রানাউত তাঁর ‘এমার্জেন্সি’ ছবিতে শিখদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। এই ছবিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যে অভিযোগও আনা হয়েছে বলে আবেদনে দাবি করেছেন ওই আইনজীবী।

অন্যদিকে, সম্প্রতি কঙ্গনা রানাউত দাবি করেছেন, ‘এমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার আর্থিক সঙ্কটে রয়েছেন তিনি। পরিস্থিতি এতোটাই জটিল যে মুম্বাইয়ের বান্দ্রা পালি হিলের বাংলো বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। ২০১৭ সালে ২০ কোটি ৭০ লক্ষ টাকায় বাংলোটি কেনেন নায়িকা। ৩২ কোটি টাকায় সেটি বিক্রি করেছেন।

বাংলো বিক্রি নিয়ে কঙ্গনা জানিয়েছেন, "'এমার্জেন্সি' ছবির জন্য নিজের ব্যক্তিগত সম্পত্তি বাজি রেখেছিলাম। ছবিটি প্রেক্ষাগৃহে চলে আসার কথা ছিল এতদিনে। কিন্তু ছবি মুক্তি পাচ্ছে না আপাতত। তাই কঠিন সময়ে সম্পত্তি বিক্রিই ভরসা।“

কঙ্গনা অভিনীত এবং পরিচালিত ‘এমার্জেন্সি’ ছবিটি গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এরপর চলতি বছর জুনে ছবিটি মুক্তি পাওয়ার কথা হয়। সেইসময় লোকসভা নির্বাচনের কারণে ফের তা পিছিয়ে যায়। গত ৬ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও শিখ সম্প্রদায়ের মানুষ এই ছবি নিয়ে আপত্তি তোলায় তা পিছিয়ে যায়।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুন সারাভারত জুড়ে ঘোষিত হয়েছিল জরুরি অবস্থা। এই সময়কে পর্দায় তুলে ধরেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের পরিচালিত এই ছবি নিয়ে অভিনেত্রীর বক্তব্য, “নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই ছবি আমি তৈরি করেছি।” কঙ্গনা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরি, অনুপম খের। ছবিতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও রয়েছেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in