সম্প্রতি, শুরু হয়েছে ৭৫তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক মঞ্চে মুক্তি পেল মুজিব-এর ট্রেলার। শ্যাম বেনেগাল পরিচালিত, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত, বাংলাদেশের জাতির-জনক, সংগ্রামী যোদ্ধা মুজিবুর রহমানের জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি ছবি, ‘মুজিব : দ্য মেকিং অফ এ নেশন’। বৃহস্পতিবার সন্ধ্যায় কান উৎসবের মঞ্চ থেকে প্রকাশ পেয়েছে এই ছবির ট্রেলার।
ট্রেলারটি শুরু হয় ‘ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’ দিয়ে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত সংগ্রামী মুজিবকে দেখানো হয়। ছবিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল এই ছবিতে ডিটেইলে দেখান বঙ্গবন্ধু মুজিবুর রহমানের রাজনীতি। ছবিতে দেখা যাবে তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোশতাক, শেখ হাসিনা এঁদেরও।
‘মুজিব: একটি জাতির রূপকার’ এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফিরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি-সহ শতাধিক অন্তঃদেশীয় শিল্পীকে। সিনেমাটির সংগীত দিয়েছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত পরিচালক শান্তনু মৈত্র।
১৯শে মে সন্ধ্যা ছ’টায় কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে এন.এফ.ডি.সি প্রযোজিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সেদিন মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচারসচিব অপূর্ব চন্দ্র, ছবির পরিচালক শ্যাম বেনেগাল, এন.এফ.ডি.সি -এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ, বঙ্গমাতার চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি প্রমুখ।
প্রসঙ্গত, মাহমুদ বলেন, মুজিব চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য ও আত্মত্যাগের ছবি দেখানো হবে। অনুরাগ ঠাকুর উল্লেখ করেছেন, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণের এই কাজ এন.এফ.ডি.সি-এর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে বলে খবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন