'Why I Killed Gandhi' ছবিতে গডসের ভূমিকায় NCP সাংসদ - ছবি নিষিদ্ধের জোরালো দাবি কংগ্রেসের

ফিল্মটি নিষিদ্ধ করার জন্য উদ্ধব ঠাকরের কাছে অনুরোধ জানিয়েছে প্রদেশ কংগ্রেস। অন‍্যদিকে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ‍্যাসোসিয়েশন (AICWA)-এর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হয়েছে।
Why I Killed Gandhi-র পোস্টার
Why I Killed Gandhi-র পোস্টারছবি - সংগৃহীত
Published on

'Why I Killed Gandhi' ছবিটি নিষিদ্ধ করার দাবি আরও জোরালো হচ্ছে সর্বত্র। আগামী ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর হত‍্যাবার্ষিকীতে বিভিন্ন ওটিটি প্ল‍্যাটফর্মে মুক্তি পাবে এই শর্টফিল্মটি।

ফিল্মটি নিষিদ্ধ করার জন্য সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে অনুরোধ জানিয়েছে প্রদেশ কংগ্রেস। অন‍্যদিকে দেশের সর্বত্র ছবিটি সম্পূর্ণ নিষিদ্ধের দাবিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ‍্যাসোসিয়েশন (AICWA)-এর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হয়েছে।

উদ্ধব ঠাকরেকে লেখা চিঠিতে রাজ‍্য কংগ্রেসের সভাপতি নানা পাটোল লিখেছেন, মহাত্মা গান্ধীর সত‍্য, শান্তি এবং অহিংসার আদর্শকে গোটা বিশ্ব সম্মান করে। তাঁর মৃত্যুবার্ষিকী তাঁর শিক্ষার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পালন করা হয়। গান্ধীজির হত‍্যার দিনে 'Why I killed Gandhi' ছবিটি মুক্তির অর্থ ফ‍্যাসিবাদী শক্তিকে আরও শক্তি জোগানো। আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিন আপনি।

প্রধানমন্ত্রীকে লেখা AICWA-র চিঠিতে বলা হয়েছে, ছবিতে নাথুরাম গডসকে মহিমান্বিত করা হয়েছে, যিনি একজন বিশ্বাসঘাতক এবং আমাদের জাতির জনকের হত‍্যাকারী। এই ছবির প্রদর্শনী জনগণকে হতবাক করবে।

আশ্চর্যজনকভাবে, ছবিতে গডসের ভূমিকায় অভিনয় করেছেন মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোট সরকারের শরিক ন‍্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ অমল কোলহে। যা নিয়ে গত কয়েকদিন ধরে শিবসেনা ও কংগ্রেসের সাথে দ্বন্দ্ব চলছে এনসিপির। বিতর্কের মুখে কোলহে জানিয়েছেন, ২০১৭ সালে এই ছবিটিতে অভিনয় করেছেন তিনি। তখন তিনি শিবসেনা দলে ছিলেন। শিবসেনা ছেড়ে এনসিপি-তে যোগ দেওয়ার সময় নেতৃত্বকে এই বিষয়টি জানিয়েছিলেন তিনি।

কংগ্রেস ছবিটির বিরোধিতা করলেও এনসিপি এবং শিবসেনা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এনসিপির কথায়, এই বিষয়টিকে সৃজনশীলতার অংশ হিসেবে দেখা উচিত। অন‍্যদিকে বিরোধী বিজেপি ছবিটিতে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে।

- with IANS inputs

Why I Killed Gandhi-র পোস্টার
প্রজাতন্ত্র দিবসের বিটিং রিট্রিট অনুষ্ঠান থেকে বাদ গান্ধীজির প্রিয় স্তোত্র 'Abide With Me'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in