ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (আইপিটিএ) এর জাতীয় কমিটির পক্ষ থেকে ভোজপুরি লোক গায়ক নেহা সিং রাঠোরকে তার জনপ্রিয় গান 'ইউপি মে কা বা'-র জন্য পাঠানো পুলিশি নোটিশের নিন্দা করেছে এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
আইপিটিএ-র জাতীয় সাধারণ সম্পাদক, রাকেশ উত্তরপ্রদেশ পুলিশের পদক্ষেপকে "ভীতিকর এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি" বলে অভিহিত করেছেন।
আইপিটিএ জাতীয় কমিটি তার রাজ্য এবং জেলা ইউনিটগুলিকে নেহার সমর্থনে সংহতি কর্মসূচি সংগঠিত করার এবং রাজ্য সরকারের কাছে নোটিশ প্রত্যাহারের জন্য স্মারকলিপি পাঠাতে অনুরোধ করেছে, বলেও তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, আইপিটিএ গর্বিত যে নেহা সংগঠনের পঞ্চদশ জাতীয় সম্মেলন, যা ১৭-১৯ মার্চ, ২০২৩ ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হবে, সেই সাংস্কৃতিক উত্সবের অংশ হবেন।
উত্তরপ্রদেশ পুলিশ সম্প্রতি এই ভোজপুরী গায়ককে তার গানের জন্য নোটিশ পাঠিয়ে তিনদিনের মধ্যে উত্তর চেয়েছে। যে গানে নেহা সিং রাঠোর মা-মেয়ের পুড়ে মরার নিন্দা করে গান গেয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি কানপুর দেহাতে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন