Maharaj: হিন্দু সংগঠনের আবেদনের ভিত্তিতে আমির-পুত্রের ডেবিউ ছবিতে স্থগিতাদেশ গুজরাট হাইকোর্টের

People's Reporter: সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের আদিত্য চোপড়া পরিচালিত ‘মহারাজ’ ছবিটিতে জুনায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত।
জয়দীপ আহলাওয়াত (বাঁদিকে) এবং জুনায়েদ খান (ডানদিকে)
জয়দীপ আহলাওয়াত (বাঁদিকে) এবং জুনায়েদ খান (ডানদিকে) ছবি সৌজন্যে নেটফিক্স ইন্ডিয়ার এক্স হ্যান্ডেল

আমির খানের ছেলে জুনায়েদ খানের প্রথম ছবি ‘মহারাজ’ –এর মুক্তিতে বড় ধাক্কা। জানা গেছে, একটি হিন্দু সংগঠনের আবেদনের পর এই ছবি মুক্তিতে আপাতত স্থগিতাদেশ দিয়েছে গুজরাট হাইকোর্ট। আগামী ১৮ জুন এই মামলার পরবর্তী শুনানি।

জানা গেছে, হিন্দুধর্মের বৈষ্ণব সম্প্রদায় পুষ্টিমার্গের সদস্যদের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার গুজরাট হাইকোর্ট এই ছবি মুক্তিতে স্থগিতাদেশ দিয়েছে। এছাড়াও, বিচারপতি সঙ্গীত ভিষেণের সিঙ্গেল বেঞ্চ কেন্দ্র সরকার, নেটফ্লিক্স এবং যশ রাজ ফিল্মসকে এই বিষয়ে নোটিশ জারি করেছে।

মামলাকারীদের আবেদন, ছবিটি মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হলে তাদের ধর্মীয় অনুভূতিকে গুরুতরভাবে আঘাত করা হবে। পাশাপাশি, এটি জনসাধারণের শৃঙ্খলাকে প্রভাবিত করবে। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সিনেমাটির ট্রেলার-সহ পর্যাপ্ত প্রচারমূলক কাজ বেশি না করেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। যাতে গল্প নিয়ে বেশি ধারণা আগেভাগে কারও না থাকে। সিনেমাতে ভগবান কৃষ্ণ ও তাঁকে নিয়ে থাকা ভক্তিমূলক গানের বিরুদ্ধে নিন্দামূলক মন্তব্য রয়েছে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, এই ছবির একটি পোষ্টার ছাড়া আর কিছুই প্রকাশ্যে আনেননি নির্মাতারা।

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের আদিত্য চোপড়া প্রযোজিত ‘মহারাজ’ ছবিটিতে জুনায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। নেটফিক্সের জারি করা প্রেস রিলিজ অনুসারে, ছবিটি ভারতের স্বাধীনতার আগের পটভূমিতে তৈরি হয়েছে।

'মহারাজ' ছবিটি ১৮৬২ সালের মহারাজ মানহানি মামলার সত্য ঘটনা অবলম্বনে তৈরি যা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আইনি লড়াইগুলির অন্যতম বলে ধরা হয়। সিনেমায় জুনায়েদকে সাংবাদিক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজির চরিত্রে দেখা যাবে। আর জয়দীপকে যদুনাথজি ব্রিজরতনজি মহারাজের চরিত্রে, যিনি ছিলেন বল্লভাচার্য সেক্টরের অন্যতম কর্তা। ছবিটি ১৪ জুন মুক্তির কথা ছিল। নেটফ্লিক্সও আপাতত ছবি মুক্তির বিষয়টি ভাবছে না।

মুক্তির আগে 'বয়কট নেটফ্লিক্স', 'বান মহারাজ ফিল্ম'-এর মতো হ্যাশট্যাগ ট্রেন্ড হয়ে গিয়েছে এক্স হ্যান্ডেলে। যদিও এই স্থগিত নিয়ে এখনও পর্যন্ত যশ রাজ ফিল্মের পক্ষ থেকে সরকারি ভাবে মন্তব্য করা হয়নি।  

জয়দীপ আহলাওয়াত (বাঁদিকে) এবং জুনায়েদ খান (ডানদিকে)
নতুন মাইলফলক পলক মুছলের জীবনে! গান গেয়ে তিন হাজার দুঃস্থ শিশুর হার্ট সার্জারি করালেন গায়িকা
জয়দীপ আহলাওয়াত (বাঁদিকে) এবং জুনায়েদ খান (ডানদিকে)
Nasiruddin Shah: 'অবাক হইনি', নয়া মন্ত্রিসভায় কোনও মুসলিম না থাকায় মোদীর কড়া সমালোচনা নাসিরুদ্দিনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in