মাদক পাচারের সঙ্গে যুক্ত নন, অবশেষে কলঙ্কিত অধ্যায় থেকে মুক্তি পেতে চলেছেন শাহরুখ-পুত্র!

এনসিবি যে অভিযান চালায়, তারও কোনও ভিডিও রেকর্ডিং নেই। অর্থাৎ, মাদক মামলায় যারা গ্রেফতার হয়েছিলেন, তাদের থেকে মাদক উদ্ধার হয়েছে, এমন নিদর্শন নেই বলে দাবি করা হচ্ছে।
আরিয়ান খান
আরিয়ান খানছবি - সংগৃহীত
Published on

দীর্ঘ ৫ মাস পর কলঙ্কিত অধ্যায় থেকে মুক্তি মিলতে চলেছে শাহরুখ-পুত্র আরিয়ানের। তিনি মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন। বুধবার এমনটাই জানিয়ে দিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)র একটি তদন্তকারী দলের (এসআইটি)।

ওই দলের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে আরিয়ানের যুক্ত থাকার প্রমাণ নেই। তদন্তকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওইদিন প্রমোদতরীর রেভ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ানকে গ্রেফতারের পিছনেও অনেক ফাঁক রয়ে গিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তদন্তকারী দলের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে, আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত নন। তিনি নিজেও মাদক নিতেন না। তাই কেন তাঁর মোবাইল ফোন আটক করে ফোনের বার্তা দেখা হল, তা তাঁরা ধরতে পারেননি। তাঁর কোনও বাক্যালাপে মাদক সংক্রান্ত তথ্যের উল্লেখ নেই। এনসিবি যে অভিযান চালায়, তারও কোনও ভিডিও রেকর্ডিং নেই। অর্থাৎ, মাদক মামলায় যারা গ্রেফতার হয়েছিলেন, তাদের থেকে মাদক উদ্ধার হয়েছে, এমন নিদর্শন নেই।

এসবের পাশাপাশি সিট ব্যুরোর প্রাক্তন মুম্বই আঞ্চলিক দলের পরিচালক সমীর ওয়াংখেড়ের আচরণ নিয়েও প্রশ্ন তুলছেন। অভিযান ও অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যে বেশ কয়েক বার ওয়াংখেড়েকে প্রশ্ন করেছে সিট ও এনসিবি ভিজিল্যান্স দফতর।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর রাতে মুম্বইয়ের গ্রিন গেটে আন্তর্জাতিক জাহাজ বন্দর থেকে কর্ডেলিয়া নামের প্রমোদতরীতে অভিযান চালান ওয়াংখেড়ে ও এনসিবি-র অফিসাররা। অভিযানে বাজেয়াপ্ত করা হয় ১৩ গ্রাম কোকেন, পাঁচ গ্রাম মেফেড্রোন, ২১ গ্রাম মারিজুয়ানা, ২২টি মাদক বড়ি এবং ১.৩৩ লক্ষ টাকা।

আরিয়ান খান
Aryan Khan: বড় অঙ্কের টাকা হাতানোর জন্য আরিয়ান খানকে ফাঁসানো হয়েছে, দাবি আরও এক সাক্ষীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in