ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে সমস্ত নথি জমা করেননি তৃণমূল সাংসদ নুসরাত জাহান। ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আবার ওই সংস্থার আরেক ডিরেক্টর রাকেশ সিংকে ফের তলব করেছে ইডি।
রাজারহাটের ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নুসরত জাহানের কাছে একাধিক নথি চেয়েছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু তিনি নাকি সমস্ত নথি কেন্দ্রীয় সংস্থার কাছে জমাই করেননি। ফলে নতুন করে বসিরহাটের তৃণমূল সাংসদের কাছে নথি চেয়েছে ইডি।
নুসরাতের কাছে নথি চাওয়ার পাশাপাশি সেভেন সেন্স সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে তলব করেছে ইডি। সূত্রের খবর, নুসরতের বয়ান, অভিনেত্রী রূপলেখার বয়ান এবং রাকেশ সিং-র বয়ান মিলিয়ে দেখতে চান আধিকারিকরা। সেই কারণেই তলব করা হয়েছে।
গত সপ্তাহে নুসরাতকে প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থার দপ্তর থেকে বেরিয়ে নুসরত বলেছিলেন, 'আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে, আমি সমস্ত জবাব দিয়ে দিয়েছি। আমি সবরকমভাবে সহযোগিতা করেছি'।
প্রসঙ্গত, নুসরাতের বিরুদ্ধে ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকার প্রতারণার অভিযোগ ওঠে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। সেই টাকায় কলকাতায় বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ। সেভেন সেন্স সংস্থার নাম করে এই আর্থিক জালিয়াতি করা হয়েছে, যে সংস্থার যৌথ ডিরেক্টর ছিলেন নুসরত। ইডির কাছে এই নিয়ে প্রথম অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন