ফের অস্কারের জন্য মনোনীত হল বাঙালী পরিচালকের তথ্যচিত্র। বঙ্গসন্তান শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস' লড়াই করবে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্রের সাথে। দেখা যাক কিংবদন্তী পরিচালক সত্যজিত রায়ের পর আবার কোনো বাঙালীর হাত ধরে অস্কার আসে কিনা।
রাজধানী দিল্লির একটি গ্রামের দুই ভাই বোনকে নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। গ্রামের নাম ওয়াজিরাবাদ। মহম্মদ সৌদ ও নাদিম শাহজাদ দুজনে একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকে। জীবন যুদ্ধে তারা কীভাবে লড়াই করে চলেছে সেটাই সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শৌনক। চিলের প্রতি দুই ভাইবোনের এক অদ্ভুত ভালোবাসা আছে। অসুস্থ চিলগুলিকে ধরে সুস্থ করে তোলে তারা।
অস্কারের জন্য এই প্রথম নমিনেশন পেলেও ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার জেতে শৌনকের 'অল দ্যাট ব্রিদস'। এছাড়াও ২০২১ সালে অন্য আরেক বঙ্গসন্তান সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’-ও সেরা তথ্যচিত্রের লড়াইয়ে মনোনীত হয়েছিল। তবে শিরোপা জিততে পারেনি।
শৌনকের তথ্যচিত্র ছাড়া ভারতীয় ছবি হিসেবে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে মনোনীত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার’। ভারতীয় চিত্রসাংবাদিক কার্তিকী গনসালভেস এই তথ্যচিত্রের পরিচালক।
পরিচালক শৌনক এখন দিল্লিতে থাকেন। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে তাঁর পড়াশোনা। এর আগে ২০১৫ সালে তিনি একটি তথ্যচিত্র বানিয়েছিলেন। নাম ছিল 'সিটিজ অফ স্লিপ'। তাঁর নতুন তথ্যচিত্রটি সেরার শিরোপা জিততে পারেন কিনা তা সময় বলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন