Oscars 2024: অস্কার মঞ্চে দাপট ‘ওপেনহাইমার’-এর, সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান, দেখুন জয়ীদের তালিকা

People's Reporter: এদিনের অস্কার মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলান পরিচালিত এবং কিলিয়ন মারফি অভিনীত ‘ওপেনহাইমার’-এর। সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ মোট ৭ টি পুরস্কার নিজেদের ঝুলিতে ভরেছে টিম ‘ওপেনহাইমার’।
ক্রিস্টোফার নোলান
ক্রিস্টোফার নোলানগ্রাফিক্স - আকাশ
Published on

অনুষ্ঠিত হয়ে গেল ৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে জিমি কিমেলের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় অস্কার। সারা বিশ্বে মর্যাদাপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম অস্কার। এদিনের অস্কার মঞ্চে জয়জয়কার ক্রিস্টোফার নোলান পরিচালিত এবং কিলিয়ন মারফি অভিনীত ‘ওপেনহাইমার’-এর। সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ মোট ৭ টি পুরস্কার নিজেদের ঝুলিতে ভরেছে টিম ‘ওপেনহাইমার’।

এছাড়াও আরও কারা বাজিমাত করল অস্কারের মঞ্চে? তালিকা দেখে নিন একনজরেঃ

সেরা ছবি- ওপেনহাইমার
সেরা অভিনেতা- কিলিয়ন মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুওর থিংস)
সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা সহ-অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা সহ-অভিনেত্রী- ডেভাইন জয় ব়ানডলফ (দ্য হোল্ডওভার)
সেরা অরিজিনাল চিত্রনাট্য- অ্যানাটমি অফ আ ফল
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য- আমেরিকান ফিকশন
সেরা অ্যানিমেটেড ফিচার- দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট
সেরা অরিজিনাল স্কোর- ওপেনহাইমার
সেরা সিনেম্যাটোগ্রাফি- ওপেনহাইমার
সেরা সম্পাদনা- ওপেনহাইমার
সেরা অরিজিনাল সং- হোয়াট ওয়াস আই মেড ফর (বার্বি)
সেরা ডকুমেন্টরি ফিচার- টুয়েন্টি ডেজ ইন মারিওপোল
সেরা প্রোডাকশন ডিজাইন- পুওর থিংস
সেরা লাইভ অ্যাকশন শর্ট- দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার
সেরা মেকআপ, হেয়ারস্টাইলিং- পুওর থিংস
সেরা কস্টিউম ডিজাইন- পুওর থিংস
সেরা ভিজ্যুয়াল এফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

ক্রিস্টোফার নোলান
Lok Sabha Polls 24: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সায়ন্তিকার, লোকসভায় টিকিট না পাওয়ার জের?
ক্রিস্টোফার নোলান
Dadasaheb Phalke Awards 2024: পুরস্কার পেলেন শাহরুখ-নয়নতারা, দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in