ফের খবরের শিরোনামে উঠে এল পানামা কেলেঙ্কারি ও বচ্চন পরিবার। অস্বস্তিতে পড়েছেন তাঁরা। বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।
এর আগেও প্রাক্তন বিশ্ব সুন্দরীকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে। কিন্তু যে দু'বার ঐশ্বর্যকে তলব করা হয়, ততবারই বচ্চন পরিবারের বধূ তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন করেছিলেন। ইডি তা মেনে নিলেও এবার আর অভিনেত্রীকে ছাড় দিতে নারাজ তারা। ইডি সূত্রের খবর, ঐশ্বর্যর বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তবে এবার অভিনেত্রী হাজির হবেন কিনা, তা জানা যায়নি।
প্রসঙ্গত, ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি ২০১৬ সালে ‘পানামা পেপার্স’ প্রকাশ্যে আনে। তাতে প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির নাম জড়ায়। তাঁদের মধ্যে আছেন ভারতের কয়েকজন নাগরিক। এই কেলেঙ্কারির তদন্তের জন্য ভারতীয় তদন্তকারীদের নিয়ে আন্তর্জাতিক স্তরে একটি ‘টাস্ক ফোর্স’ গঠিত হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকা পাওয়া যায়, সেই অনুযায়ী অভিযুক্তদের তালিকায় সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের। রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চনও। বেশ কিছুদিন ধরেই ইডি এবং আয়কর বিভাগ এই কেলেঙ্কারির তদন্ত করছে। বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল। এক শীর্ষ আয়কর আধিকারিক জানিয়েছেন, তদন্ত চলছে। একাধিক দেশ থেকে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। ঐশ্বর্যর পাশাপাশি অমিতাভের বিরুদ্ধেও তথ্য প্রমাণের চেষ্টা চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের ধনী প্রভাবশালীদের কালো টাকা মজুত করা নিয়ে নিয়মিত সমীক্ষা-রিপোর্ট প্রকাশ করছে বিশ্বের ১০০টি মিডিয়া সংস্থা নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট সংস্থা। তারা ২০১৬ সালে কালো টাকা মজুত নিয়ে যে তথ্য প্রকাশ করে, তাই তুলে ধরে পানামা পেপারস। তাতে প্রভাবশালী ভারতীয় ধনীদের নাম প্রকাশ হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন