সদ্য রিলিজ় পেল পঞ্চায়েত সিজ়িন- ২। পূর্ব প্রত্যাশিত সময়ের দু’দিন আগেই অর্থাৎ ১৮ই মে সন্ধ্যায় হঠাৎ এই আট এপিসোডের সিরিজ় রিলিজ় করে আমাজন প্রাইম ভিডিওতে। বিভিন্ন ওটিটি প্ল্যাক্টফর্ম তাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে মাঝে মাঝে এরম সারপ্রাইজ় ক্সিম এনে থাকেন। ওটিটি-ওয়েব নিয়ে এখন সাধারনের প্রত্যাশা তুঙ্গে।
পঞ্চায়েত ছাড়াও সেই সময়ের অন্যতম জনপ্রিয় সিরিজ় হল- পাতাললোক, সেক্রেড গেমস, দ্য ফ্যামিলি ম্যান, মির্জাপুর ইত্যাদি। রিলিজ়ের সাথে সাথেই জনপ্রিয় হয়ে যায় এই সিরিজ়গুলি। এখন অধিকাংশ সিনে-দর্শকই নিজেদের মোবাইল, ল্যাপটপে মজেছেন। তার কিছু সঙ্গত কারণও রয়েছে। এক, সিনেমা হলের সংখ্যা কম। দুই, যে সিনেমা হল গুলি আছে তাতে মাত্রাতিরিক্ত টিকিটের দাম। সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে আসছে দিন দিন। এই অবস্থায় মানুষ একবার টাকা দিয়ে নিজেদের পছন্দের চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে পারেন সেই চ্যানেলের সমস্ত শো। তা আপনি সিনেমা দেখতে পছন্দ করেন বা সিরিজ়, কমেডি শো, ক্রাইম থ্রিলার বা অ্যানিমেশন ছবি সবকিছু এখানে সহজলভ্য। এইসব নানাবিধ কারণে ওটিটি-ওয়েবে আগমন ভিজু়য়াল কন্টেন্টের দুনিয়ায় রীতিমতো বিল্পব বলা চলে।
‘দ্য ভাইরাল ফিভার’- টি.ভি.এফ নামে পরিচিত এই সংস্থা যেভাবে ছোট কন্টেন্ট তৈরি করে, ভারতীয় তরুণ দর্শককে উপহার দিয়েছেন তা প্রশংসনীয়। ২০১৪ সাল থেকে তারা ছোট পরিসরে পাশ্চাত্য সম্প্রচারের ধারা অনুশীলন করে কন্টেন্ট তৈরি করে আসছেন তারা। তাদের ২০২০ সালের প্রযোজনা হল – পঞ্চায়েত।
২০২০ সাল মানুষজাতির কাছে একটা অভিশাপের মতো। এই বছরের মার্চ মাসে সারা পৃথিবী জুড়ে দেখা দিয়েছিল কোরোনা মহামারী। অসংখ্য মানুষ অসুস্থ হন, মৃত্যু হয় অনেকের। সারাদেশ জুড়ে লক-ডাউন ঘোষণা হয়। দোকান-পাট, স্কুল-কলেজ, অফিস-কাছারি, সব বন্ধ হয়ে যায়। মানুষ ঘরে বসে নিজের শারীরিক ও মানসিক রাসাচ্ছেদনের সাহারা খুঁজছিল। ঠিক সেইসময়েই ২০২০ সালের এপ্রিল মাসে মুক্তি পায় আট এপিসোডের সিরিজ় পঞ্চায়েত। যা রিলিজ়ের সাথে সাথে সারা ফেলে ওটিটি দুনিয়ায়।
দেশের হাজার হাজার তরুনের মতো একজন ইঞ্জিনিয়ারিং-গ্রাডুয়েট অভিষেক। অভিষেকের চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। সরকারী-চাকরি জীবন তাকে নিয়ে যায় উত্তরপ্রদেশের এক গ্রামের পঞ্চায়েত সচিব হিসাবে। সেখানে গিয়ে তার জীবন পাল্টে যায়। সে কাছ থেকে দেখে গ্রামীণ পঞ্চায়েত জীবন, সেখানকার মানুষকে। কিভাবে এক শহুরে তরুণ আর গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যা মিলে যায় –‘পঞ্চায়েত, সিজ়িন-১’ সেই ছবিই দেখায়। গ্রামের পঞ্চায়েত প্রধানের চরিত্রে দেখা যায় রঘুবীর যাদবকে ও তার স্ত্রীর ভূমিকায় দেখা যায় প্রখ্যাত অভিনেত্রী নীণা গুপ্তাকে।
অ্যামাজন প্রাইম ভিডিও-তে স্ট্রিম করছে দীপক কুমার মিশ্রা পরিচালিত ‘পঞ্চায়েত সিজ়িন-২’। এখানেও দেখা যাবে গ্রাম-ভারত ও এক শহুরে তরুণের জীবনগাঁথা। রিলিজ়ের সাথে সাথেই দর্শক মহলে উন্মাদনা ফেলেছে সিজ়িন-২।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন