Papon Angaraag: মায়ের জন্মদিনে আবেগঘন পোষ্ট, অসমীয়া ভাষায় পাপন লিখলেন 'জোতে আশা ভালে থাকা'

People's Reporter: পাপন বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী খগেন মহন্ত ও অর্চনা মহন্তের পুত্র। তাঁর বাবা 'বিহুর রাজা' নামে পরিচিত ছিলেন।
জন্মবার্ষিকীতে মায়ের স্মরণে পাপন,
জন্মবার্ষিকীতে মায়ের স্মরণে পাপন, গ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

মায়ের জন্মবার্ষিকীতে আবেগঘন পোষ্ট করলেন বিখ্যাত গায়ক অঙ্গরাগ মহন্ত ওরফে পাপন। সোমবার গায়কের মা তথা বিখ্যাত অসমীয় লোক সঙ্গীত শিল্পী অর্চনা মহন্তের ৭৫ তম জন্মবার্ষিকী। মাকে স্মরণ করে অসমীয়া ভাষায় গায়ক লেখেন, “যেখানেই থেকো ভালো থেকো।

সোমবার, মায়ের জন্মবার্ষিকীতে এক্স হ্যান্ডেলে মায়ের সঙ্গে একটি ছবি পোষ্ট করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন মা। তোমাকে খুব মিস করছি। যেখানেই আছো গান গাইতে থাকো, হাসতে থাকো। যেখানেই থেকো ভালো থেকো।“ উল্লেখ্য, ২০২০ সালে আগষ্ট মাসে প্রয়াত হন গায়কের মা।

পাপন বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী খগেন মহন্ত ও অর্চনা মহন্তের পুত্র। তাঁর বাবা 'বিহুর রাজা' নামে পরিচিত ছিলেন। তাঁর বাবার 'বিহু' গান যেমন ‘বোরগীত’ আসামে বেশ জনপ্রিয়। তাঁর বাবা-মা অসমীয়া লোকসঙ্গীতকে জনপ্রিয় করে বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়েছিলেন। এছাড়াও মায়ের গাওয়া 'আবুঝা চাকুলো না ঢাকিবি' গানে সুর দিয়েছেন পাপন। 

পাপন, তাঁর গাওয়া ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। সম্প্রতি, পাপন ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত রহস্য থ্রিলার 'মেরি ক্রিসমাস'-এর জন্য 'নজর তেরি' গেয়েছেন।

- with inputs from IANS

জন্মবার্ষিকীতে মায়ের স্মরণে পাপন,
Oscars 2024: অস্কারের মঞ্চে স্মরণ করা হল প্রয়াত শিল্প নির্দেশক নীতিন দেশাইকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in