প্রয়াত ‘পথের পাঁচালি’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত। সোমবার সকাল ৮ টা নাগাদ এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে উমাদেবীর। জানা গেছে, বহু দিন ধরেই মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শিলমোহর দিয়েছেন উমাদেবীর প্রতিবেশী অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।
একই আবাসনের বাসিন্দা তাঁরা। উমাদেবীর মৃত্যু প্রসঙ্গে সোমবার সংবাদ মাধ্যমে অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী জানিয়েছেন, ‘সকালে ওঁর মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গিয়েছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর।‘
কয়েক বছর ধরেই মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন উমা দাশগুপ্ত। প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও নতুন করে ফের শরীরে বাসা বাঁধে ক্যানসার। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানেই সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৫৫ সালে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালি’তে অপুর দিদি ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করেন উমাদেবী। ‘দূর্গা’ চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন তিনি। যদিও এর পর আর কোনও দিনও পর্দায় দেখা যায়নি তাঁকে। পেশাগত ভাবে তিনি ছিলেন একজন শিক্ষক।
এর আগেও বহুবার উমাদেবীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে। এও জানা গিয়েছিল, তিনি নাকি বৃদ্ধাশ্রমে থাকতেন। যদিও এই সমস্ত খবর যে ভুয়ো, সোমবার সে কথাও জানান চিরঞ্জিৎ চক্রবর্তী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন