জ্যোতি বসুকে বাদ দিয়ে ছবি পোস্ট, নেট নাগরিকদের সমালোচনাতেও অদ্ভুত নীরব প্রসেনজিৎ

প্রসঙ্গত, একটা সময় জ্যোতি বসুর সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল বুম্বাদার।
যে ছবি পোস্ট করেছিলেন (বাম) , সম্পূর্ণ ছবি (ডান)
যে ছবি পোস্ট করেছিলেন (বাম) , সম্পূর্ণ ছবি (ডান)ছবি - টুইটার
Published on

বৃহস্পতিবার মাদার টেরেসার জন্মদিন উপলক্ষে তাঁর সঙ্গে তোলা একটি পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবি নিয়েই এই মুহূর্তে নেটাগরিকরা বিতর্কের ঝড় তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মাদারের পিছনে দাঁড়িয়ে আছেন প্রসেনজিৎ। পাশে লেখা, ‘মাদারের উপস্থিতি, তাঁর কথায় সব উদ্বেগ সরে গেল। আশীর্বাদ পেয়ে আমি ধন্য।’

সবই তো ঠিক আছে। বিতর্ক তাহলে কী নিয়ে? এক নেটাগরিক আর একটি ছবি পোস্ট করেছেন, তাতে আসল ছবিটি প্রকাশ্যে চলে এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, প্রসেনজিতের পাশে আছেন তাঁর প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়। আর মাদারের পাশে বসে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন স্ত্রীকে ছবি থেকে বাদ দিয়ে পোস্ট করেছেন অভিনেতা। তাতেই ক্ষুব্ধ সবাই।

তাঁরা যা মন্তব্য করেছেন, তাতে রাজনীতির গন্ধ স্পষ্ট। কেও লিখেছেন, ‘মেরুদণ্ড কাকে দত্তক দিলেন?' কারওর সরস সমালোচনা, ‘শেষে বুম্বাদা তুমিও লক্ষ্মীর ভাণ্ডারের আশায় ছবি ক্রপ করলে!' জনৈক নেটাগরিক সরাসরি আঙুল তুলে বলেছেন, 'আহা কী রুচি! জ্যোতি বসু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর ছবি কেটে বাদ দিয়ে দিলেন বাংলা ছবির সুপারস্টার!'

প্রসঙ্গত, একটা সময় জ্যোতি বসুর সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল বুম্বাদার। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন, তা অনেক বছর। বর্তমান রাজনৈতিক অবস্থারও আমূল পরিবর্তন ঘটেছে। তাই হয়তো তাঁর ছবি পোস্টের ধরন বদলে গিয়েছে। কিন্তু সেটা দেখে কটূক্তির ঝড় বইয়ে দিতে ছাড়েনি নেটিজেনরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in