শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে শ্রাবন্তী, বন্যপ্রাণী সুরক্ষা আইনে অভিযোগ দায়ের

বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-র ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন অভিনেত্রী শ্রাবন্তী।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ছবি - ফেসবুক
Published on

ফের বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বন্যপ্রাণী আটকে রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদি তাঁর দোষ প্রমাণিত হয়, তাহলে বন্যপ্রাণী সুরক্ষা আইনের ভিত্তিতে জেল পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে।

কোন ছবি পোস্ট করার জেরে বিতর্কে জড়ালেন শ্রাবন্তী? গত ১৫ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী একটি ছবি পোস্ট করেন। ছবিটি ছিল একটি বেজির সঙ্গে অভিনেত্রী নিজে। ছবিতে দেখা যাচ্ছে, বেজিটির গলায় একটি বকলস মোটা চেনের সঙ্গে লাগানো। দেখে মনে করা হচ্ছে, সম্ভবত কোনও ছবির শুটিং চলাকালীন তিনি ছবিটি তুলেছিলেন। ক্যাপশন দেন, আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল।

শ্রাবন্তীর পোস্ট করার পর অনেকেই এই ছবি নিয়ে আপত্তি জানিয়েছিলেন। নিরীহ প্রাণীকে এভাবে বেঁধে রাখা উচিত নয় বলে কমেন্ট বক্সে অনেকেই তাঁকে সাবধান করেছিলেন। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি বন্যপ্রাণী সুরক্ষা আইনে অভিযোগ দায়ের করা হল। বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-র ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, খুব শিগগিরিই সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে তাঁকে হাজিরা দিতে হবে।

এই বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন অভিনেত্রী শ্রাবন্তী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি এমনটাই জানিয়েছেন। তাঁর আইনজীবী এসকে হাবিবউদ্দিন জানান, তাঁরা আগে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকের সঙ্গে দেখা করবেন। পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন। তারপরই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই সংবাদমাধ্যমকে বনদপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু অপরাধ নয়। শ্রাবন্তীর মতো একজন তারকা এমন কাজ করলে অনেকেই প্রভাবিত হতে পারেন। বনদপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বনপ্রাণ সংরক্ষণের লড়াইয়ে সাহায্য করাই অভিনেত্রীর উচিত বলে তিনি মনে করেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়
Srabanti Chatterjee: কয়েক মাসেই মোহভঙ্গ, বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in