Alka Yagnik: ‘প্রার্থনা করুন’ – জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! হারিয়েছেন শ্রবণশক্তি

People's Reporter: সঙ্গীতশিল্পী লেখেন, “এক বিরল রোগ ‘সেন্সরিনিউরাল নার্ভ হিয়ারিং লস’ -এর চিকিৎসা চলছে। আমার অজান্তেই এই বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। খুব বেশি আওয়াজ ও হেডফোন থেকে সাবধানে থাকুন।"
অলকা ইয়াগনিক
অলকা ইয়াগনিকছবি - সংগৃহীত

নব্বইয়ের দশকে তাঁর সুরের জাদুতে মেতে থাকত আট থেকে আশি। এখনও তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ সবাই। তিনি আর কেউই নন, খ্যাতনামা সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। এবার শিল্পীর জীবনে নেমে এল বিপর্যয়। জানা গেছে, এক জটিল রোগে আক্রান্ত সঙ্গীত শিল্পী। যার ফলে শোনার শক্তি হারিয়েছেন তিনি।

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোষ্ট করে নিজের অসুস্থতার কথা জানান শিল্পী নিজেই। নিজের অল্প বয়সের একটি ছবি শেয়ার করেন তিনি। তার সঙ্গে সঙ্গীতশিল্পী লেখেন, “আমার সমস্ত অনুরাগী, বন্ধু, ফলোয়ার এবং শুভাকাঙ্খীদের জন্য বলছি, কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার পর আচমকা শোনার শক্তি হারাই আমি।“

শিল্পী লেখেন, “যাঁরা আমার অনুপস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন, কয়েক সপ্তাহ পর আমি কিছুটা সাহস সঞ্চয় করে সেই সমস্ত বন্ধু ও শুভাকাঙ্খীদের বলতে চাই আমার এক বিরল রোগ ‘সেন্সরিনিউরাল নার্ভ হিয়ারিং লস’ -এর চিকিৎসা চলছে। আমার অজান্তেই এই বিশাল ক্ষতি হয়ে গিয়েছে ভাইরাল অ্যাটাকের জেরে। আপনাদের সবার প্রার্থনার জোরে আমি লড়াই চালিয়ে যাচ্ছি।”

এরপরেই শিল্পী জোরে গান শোনা সম্পর্কে সতর্ক করে লেখেন, “আমার সমস্ত তরুণ সহকর্মী ও অনুরাগীদের বলব, খুব বেশি আওয়াজ ও হেডফোন থেকে সাবধানে থাকুন। একদিন আমি নিশ্চয়ই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব। আপনাদের সবার ভালোবাসা ও সাপোর্টে আমি সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছি। আর আপনাদের কাছেও খুব শিগগিরিই ফিরব। সংকটের এই সময়ে আপনাদের এই সাপোর্ট আর সহানুভূতিই আমার কাছে অনেক।”

অলকা ইয়াগনিক
Swara Bhaskar: ‘আমাকে বিতর্কিত অভিনেত্রীর তকমা দেওয়া হয়েছে’ – কাজ না পাওয়া নিয়ে দাবি স্বরা ভাস্করের
অলকা ইয়াগনিক
Maharaj: হিন্দু সংগঠনের আবেদনের ভিত্তিতে আমির-পুত্রের ডেবিউ ছবিতে স্থগিতাদেশ গুজরাট হাইকোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in