রাজকুমার রাও অভিনীত ছবি 'ভিড়'-র ট্রেলার মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে ইউটিউব থেকে সরানো হল সেই ভিডিও। কিন্তু কীসের জন্য সরানো হল সে কথা এখনও জানা যায়নি। অনেকেই মনে করছেন লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের করুণ পরিস্থিতি ট্রেলারে তুলে ধরার জন্যই ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি।
২০২০ সালের মার্চ মাসে দেশে আচমকা লকডাউন ঘোষণা করায়, বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের কী অবস্থার মধ্যে পড়তে হয়েছিল, সে কথা সকলেই জানেন। কয়েকশ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন অনেকে। বহু শ্রমিক রাস্তাতেই প্রাণ হারিয়েছিলেন। ফিরতে পারেননি নিজের বাড়িতে। আবার কাউকে ঘুমন্ত অবস্থাতেই পিষে দিয়েছিল ট্রেন। এই সমস্ত ঘটনার জন্য সরকারকে দায়ী করে বিরোধীরা একাধিকবার সরব হয়েছিলেন।
ওই সময়ের পটভূমিতেই তৈরি করা হয়েছে 'ভিড়' সিনেমাটি, যার ট্রেলার মুক্তি পায় ৬ দিন আগে। ইউটিউবের লিঙ্কটি সিনেমার পরিচালক অনুভব সিনহার প্রোডাকশন হাউস বেনারসের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়।
ওই লিঙ্কটিতে এখন ক্লিক করলে ভিডিওটি প্রাইভেট দেখাচ্ছে। প্রশ্ন উঠছে কেন সরাতে হলো ভিডিওটি। ভিডিওটিতে শুধু দেখানো হয়েছে করোনাকালে পরিযায়ী শ্রমিকরা কীভাবে কষ্ট পেয়েছেন। কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁদের। ট্রেলার মুক্তির সাথে সাথেই বহু মানুষ দেখেছেন ভিডিওটি। যাঁদের মধ্যে অনেকেই ভিডিওটির কমেন্ট বক্সে সরকারের অদূরদর্শিতা নিয়ে ফের সরব হয়েছেন।
মনে করা হচ্ছে, ভবিষ্যতে যাতে আর এরকম না হয়, সেই ব্যবস্থাই করা হয়েছে। ভিডিওটিই সরিয়ে দেওয়া হয়েছে। ইউটিউবে অন্যান্য জায়গায় ভিডিওটি দেখা গেলেও অফিসিয়াল লিঙ্ক থেকে এখন আর খুলছে না সেটি।
সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২৪ মার্চ। সিনেমার পরিচালক ও প্রযোজক হলেন অনুভব সিনহা। যিনি 'আর্টিক্যাল ১৫' (২০১৯), 'মুল্ক' (২০১৮), 'থাপ্পড়' (২০২০), 'রা.ওয়ান' (২০১১), 'তুম বিন'-র (২০০১) মতো সিনেমা করেছেন। 'ভিড়'-এ রাজকুমার রাও ছাড়াও অভিনয় করেছেন দিয়া মির্জা, আশুতোষ রানা, পঙ্কজ কাপুর, কৃতিকা কর্মা, কুমুদ মিশ্রা, আদিত্য শ্রীবাস্তব সহ আরও অনেকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন