আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য তথা দেশ। কিন্তু ঘটনার এক সপ্তাহ পরেও নীরব তৃণমূলের অভিনেত্রী সাংসদেরা। কেন চুপ সাংসদেরা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। আর এই আবহে স্বাধীনতা দিবসের দিন একটি ভিডিও পোষ্ট করেন হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জী। যেখানে রচনা ব্যানার্জীকে বেশ আবেগপ্রবণ হয়ে পরতে দেখা যায়। আর অভিনেত্রী-সাংসদের সেই কান্নাকে ‘কুম্ভীরাশ্রু’ বলে কটাক্ষ করলেন সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী?
বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিও পোষ্ট করেন রচনা ব্যানার্জী। পোষ্ট হওয়ার পরেই মুহুর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও। তীব্র মেকাপ সহযোগে অভিনেত্রীর করা সেই ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে একাধিক মিম।
এই নিয়েই শুক্রবার নিজের সমাজ মাধ্যমে একটি পোষ্ট করেন সাহানা বাজপেয়ী। যদিও নিজের পোষ্টের কোথাও অভিনেত্রীর নাম উল্লেখ করেন নি তিনি। পোষ্টে সাহানা কিছুটা কটাক্ষের ছলে লিখেছেন, ‘‘কুম্ভীরাশ্রু দেখিতে দেখিতে এই প্রশ্নটাই মাথাচাড়া দিতেছে অনেকের মতোই আমার মনে: তা স্মাজ-প্রুফ কাজলটির ব্র্যান্ডটি যদি বলিতেন, খুবই উপকৃত হইতাম।’’ প্রসঙ্গত, ভাইরাল ভিডিওতে রচনা ব্যানার্জীকে বারবার কেঁদে চোখ মুছতে দেখা গেলেও তাঁর চোখে পরা কাজল এক ফোটাও নষ্ট হয়নি। মনে করা হচ্ছে সাহানা এখানে সেটা নিয়েই কটাক্ষ করেছেন।
এখানেই শেষ নয় সাহানা আরও লেখেন, ‘‘আমাদের আবার নির্লজ্জ নেকুপুসু লুতুপুতু অতি দুর্বল-অভিনয়জাত নাকিকান্না কান্দিতেও হয় না। দুপুর গড়াইতে না গড়াইতে এমনিই ঘামে লেপটিয়া যায় । টিভিতে প্রাত্যহিক সান্ধ্যকালীন সুড়সুড়ি দিতে না হইলেও আমাদেরও ‘মেকআপের বুকিং’ দিয়ে ‘রাতের পথনাটিকা’য় শামিল হইতে হয় ‘সেলফিখোর নেশাড়ুদের’ ন্যায়।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন