পর্ণোগ্রাফি কান্ডে আরও একবার অভিনেত্রী শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রার জামিনের আবেদন নাকচ হল। শনিবার বোম্বে হাইকোর্ট রাজ কুন্দ্রা এবং তাঁর সহযোগী রিয়ান থর্প-এর জামিনের আবেদন খারিজ করে দেয়। দুজনেই আপাতত বিচার বিভাগীয় হেফাজতে আটক রয়েছেন।
বিচারপতি এ এস গডকরী রাজ কুন্দ্রার জামিনের আবেদন খারিজ করে দিয়ে এদিন বলেন, আইন মেনেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজ কুন্দ্রার হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ পুনর্বিবেচনার কিছু নেই।
নিজের গ্রেপ্তারিকে অবৈধ বলে উল্লেখ করে রাজ কুন্দ্রার বক্তব্য, তাঁকে নোটিশ দেবার পরেই গ্রেপ্তার করা হয়েছে। রিয়ান জানিয়েছেন, নোটিশ গ্রহণ করা এবং তদন্তে সহযোগিতা করার পরেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারির আগে রাজ কুন্দ্রাকে এক নোটিশ দেওয়া হয়েছিলো এবং সেই সময় তিনি ওই নোটিশ গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। পুলিশের যুক্তি, এর থেকে প্রমাণ হয় যে তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন না।
গত ১৯ জুলাই রাতে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে পর্ণোগ্রাফিক ছবি বানানো এবং বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে তা পরিবেশন করার অভিযোগে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এর পরের দিন সকালে গ্রেপ্তার করা হয় তাঁর ঘনিষ্ঠ সহযোগী রিয়ান থরপেকে। পুলিশি সূত্র অনুসারে পর্ণোগ্রাফিক ছবি বানানো এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তা পরিবেশনের ঘটনায় মূল অভিযুক্ত রাজ কুন্দ্রা। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনার হেমন্ত নাগারলে জানান, এই বিষয়ে অভিযোগ জানিয়ে গত ৪ ফেব্রুয়ারি তারিখে এক মামলা দায়ের করা হয়েছিলো। তার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছে।
৪৬ বছর বয়সী রাজ কুন্দ্রা এক ব্রিটিশ-ইন্ডিয়ান ব্যবসায়ী। সূত্র অনুসারে গত ১৯ জুলাই পুলিশ গ্রেপ্তার করার আগে দীর্ঘসময় ক্রাইম ব্র্যাঞ্চ এবং সিআইডি তার গতিবিধি নজরে রেখেছিলো। তাঁর আচমকা গ্রেপ্তারিকে হতচকিত হয়ে যায় বলিউড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন