লাক্ষাদ্বীপের সৌন্দর্য্যকে ভারতবাসীর কাছে তুলে ধরার জন্য মালদ্বীপের ছবি ব্যবহার করেছিলেন অভিনেতা রণবীর সিং! ভুল বুঝতে পেরে তড়িঘড়ি নিজের এক্স হ্যান্ডেল থেকে ছবি মুছে ফেললেন তিনি। ভুল ছবি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের শিকার হয়েছেন তারকা অভিনেতা।
লাক্ষাদ্বীপ বনাম মালদ্বীপ দ্বন্দ্বে লাক্ষাদ্বীপের প্রচারের জন্য নিজের এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি সুন্দর ছবি শেয়ার করেছিলেন রণবীর সিং। কিন্তু লাক্ষাদ্বীপের প্রচার করতে গিয়ে মালদ্বীপের ছবিই ব্যবহার করে বসলেন অভিনেতা। ছবির ক্যাপশনে লিখেছিলেন, "চলুন ২০২৪ সালে আমরা ভারতের সংস্কৃতি এবং ভারতের নানান জায়গা আবিষ্কার করি। সমুদ্র সৈকত থেকে শুরু করে এখানে অনেক কিছুই আছে দেখার"।
এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন অভিনেতা। অনেকেই তাঁর করা ট্যুইটের স্ক্রীনশট নিয়ে লেখেন, রণবীর সিং ভুলেই গেছেন কোনটা মালদ্বীপ আর কোনটা লাক্ষাদ্বীপ। আবার কেউ লেখেন, মালদ্বীপের ছবি দিয়ে লাক্ষাদ্বীপের প্রচার করছে। পরে সেই পোস্ট মুছে ফেলেন অভিনেতা।
অন্যদিকে, মালদ্বীপের ছবি দিয়েই মালদ্বীপ বয়কটের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁকে নিয়েও ট্রোল শুরু হয়। পরে সেই ট্যুইট ডিলিট করেন বিজেপি নেতা। দুটি সমুদ্র সৈকতের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অরুণাচলের এই রাজনীতিবিদ। এই দুটি ছবিই আসলে মালদ্বীপের। এমনটাই জানিয়েছেন ফ্যাক্ট-ফাইন্ডিং পোর্টাল অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইর। একই দাবি আরও একাধিক নেটিজেনের। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পোস্টটি সরিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগও একই ভুল করেছেন। তবে তিনি মালদ্বীপের পরিবর্তে ফ্রেঞ্চ পলিনেশিয়ার বোরা বোরা দ্বীপের ছবি ব্যবহার করে সেটিকে ভারতের একটি দ্বীপ বলে উল্লেখ করেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন