অস্কার জয়ের কৃতিত্ব যেন নিজেদের বলে দাবী না করে BJP, কটাক্ষ খাড়গের

খাড়গে বলেন, ‘আমরা খুব গর্বিত। তবে, আমার অনুরোধ, অস্কার জয়ের কৃতিত্ব যেন নিজেদের বলে দাবী না করে শাসক দল। তাঁরা যেন এটা না বলে - ‘আমরা লিখেছি, মোদীজি ডিরেকশন দিয়েছেন'। এটাই আমার একমাত্র অনুরোধ।’
মল্লিকার্জুন খাড়গে
মল্লিকার্জুন খাড়গে ফাইল ছবি
Published on

৯৫তম অস্কারের মঞ্চে ডবল অস্কার জিতেছে ভারতীয় সিনেমা। তা নিয়ে উচ্ছ্বাসে ভেসেছে দেশবাসী। মঙ্গলবার, সেই রেশ এসে পড়েছে রাজ্যসভায়। সরগরম অধিবেশনের মাঝে, তা অনেকেরই মুখে ফুটিয়েছে হাসি।

মঙ্গলবার, রাজ্যসভায়, অস্কারের মঞ্চে ভারতের গৌরব কথা তুলে ধরেন কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এটা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

একইসঙ্গে, অস্কারজয়ী হিসাবে RRR-এর 'নাটু নাটু' গান এবং সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর সঙ্গে দক্ষিণ ভারতের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

 বক্তব্য রাখতে গিয়ে খাড়গে বলেন, ‘(অস্কার জয় নিয়ে) আমরা খুব গর্বিত। তবে, আমার অনুরোধ, এই কৃতিত্ব যেন নিজেদের বলে দাবী না করে শাসক দল। তাঁরা যেন এটা না বলে - ‘আমরা ডিরেকশন (নির্দেশনা) দিয়েছি, আমরা লিখেছি, মোদীজি ডিরেকশন দিয়েছেন'। এটাই আমার একমাত্র অনুরোধ।’

খাড়গের এই মন্তব্য শুনে বিরোধী দলের পাশাপাশি, শাসক দলেও অনেক নেতাও হাসতে শুরু করেন। বাদ যাননি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।  

বিদেশ মন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং শ্রম মন্ত্রী ভূপেন্দর যাদবকেও হাসতে দেখা গেছে।

ঘটনাক্রমে, গতকালই ‘রাজ্যসভায় মনোনয়ন - প্রধানমন্ত্রীর সময়কালে অস্কার’ শিরোনামে সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোষ্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। যেখানে, অস্কারের সঙ্গে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর পছন্দের মনোনীত সদস্যের সম্পর্কের কথা লেখেন তিনি।  

গোয়াল লেখেন, ‘ভারতীয় সংস্কৃতি, সমাজ সেবা এবং খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের ছাপ ফেলেছেন, এমন অসামান্য ব্যক্তিত্বদের বেছে নিয়ে রাজ্যসভায় সদস্য মনোনীত করার ক্ষেত্রে অসামান্য গুণমানের ছাপ রেখেছেন প্রধানমন্ত্রী মোদী।’

ফেসবুকে তিনি লেখেন, ‘RRR-এর স্ক্রিপ্ট রাইটার ভি বিজয়েন্দ্র প্রসাদকে ২০২২ সালে রাজ্যসভার মনোনয়ন দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’

গোয়াল লিখেছেন, ‘অন্ধ্র প্রদেশের চিত্রনাট্যকার কয়েক দশক ধরে সৃজনশীল জগতের সাথে যুক্ত। গত বছর, প্রধানমন্ত্রী মোদীজি তাঁর মহত্ত্বকে স্বীকৃতি দিয়েছিলেন এবং বলেছিলেন 'তাঁর কাজগুলি ভারতের গৌরবময় সংস্কৃতি প্রদর্শন করে এবং বিশ্বব্যাপী একটি চিহ্ন তৈরি করেছে'। মূল গান 'নাটু নাটু' অস্কার জেতার জন্য আজ বিশ্বব্যাপী স্পটলাইটে রয়েছে 'RRR'। এটি প্রধানমন্ত্রীর পছন্দের বিশ্বব্যাপী সমর্থন।’

মল্লিকার্জুন খাড়গে
SSC Group C: জালিয়াতির পর্দা ফাঁস! কমিশনের সার্ভারে ৫০-৫৮ নাম্বার বেশি পেয়েছেন ৭৫৫ জন প্রার্থী!
মল্লিকার্জুন খাড়গে
‘প্রধানমন্ত্রীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে’, রাহুলকান্ডে বিজেপিকে পাল্টা চাপ কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in