কঙ্গনার শোতে দেশের রাষ্ট্রপতির নাম বলতে পারলেন না পায়েল রোহতগি, ট্রোলের শিকার দক্ষিণপন্থী অভিনেত্রী

কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো 'লক আপ'-এ অংশ নেওয়া জনপ্রিয় মডেল পুনম পান্ডে ও পায়েল রোহতগি সহ অনেককে রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করা হয়। চারজন এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি।
পায়েল রোহতগি ও কঙ্গনা রানাওয়াত
পায়েল রোহতগি ও কঙ্গনা রানাওয়াতছবি সংগৃহীত
Published on

দেশের রাষ্ট্রপতির নাম জানেন না জনপ্রিয় অভিনেত্রী পায়েল রোহতগি! একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ে তাঁকে এই প্রশ্ন করা হয়েছিল। উত্তর দিতে পারেননি তিনি। তিনি ছাড়াও আরও অনেকে এই উত্তর দিতে পারেননি। নেটিজেনদের চূড়ান্ত ট্রোলের শিকার হলেন দক্ষিণপন্থী সমর্থক হিসেবে পরিচিত পায়েল রোহতগি।

বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো 'লক আপ' এখন গোটা দেশেই আলোচনার তুঙ্গে। সেখানে অংশ নেওয়া জনপ্রিয় মডেল পুনম পান্ডে ও পায়েল রোহতগি সহ অনেককে রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করা হয়। চারজন এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি।

এতদিন পর্যন্ত মোদি ভক্ত বলে পরিচিত পায়েলকে রাজনৈতিকভাবে সচেতন বলেই সবাই মনে করতেন। কারণ বিভিন্ন সময়ে তাঁকে রাজনীতি নিয়ে নেটমাধ্যমে নানা মন্তব্য করতে দেখা যায়। সেই পায়েল রাষ্ট্রপতির নাম বলতে পারেননি। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তা নিয়ে ট্রোল করতে ছাড়েননি।

এছাড়াও টুইটারেও বেশ সক্রিয় পায়েল। টুইটার হ্যান্ডেলে কত শব্দ লেখা যায়, তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল। এরও সঠিক উত্তর জানাতে পারেননি তিনি। এর পরেই নেটমাধ্যমে শুরু হয়ে যায় ট্রোলের বন্যা। এক জন কটাক্ষ করে লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় পায়েল যা জ্ঞান দেন, সবই গুগুল থেকে টোকা। অন্য এক জন লেখেন, যাঁরা দেশের রাষ্ট্রপতি কে তার উত্তরই দিতে পারেন না, তাঁরা রিয়েলিটি শো-তে সুযোগ পান কীভাবে!

'লক আপ'-এর এক দর্শক টুইট করেছেন, লক-আপে এমন কিছু দুর্দান্ত প্রতিযোগী আছেন যাঁরা জানেন না বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে? কে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন? এঁরা কিনা নিজেদের জাতীয়তাবাদী বলে প্রচার করেন।

একজন টুইট করেছেন, পায়েল রোহাতগি জানেন না ভারতের রাষ্ট্রপতি কে। সিরিয়াসলি এই লোকেদের সেলেব বলা হয় কেন?

নরেন্দ্র মোদিকেই না রাষ্ট্রপতি বলে দেন, এমন বিদ্রুপও করেছেন অনেকে।

প্রসঙ্গত, পায়েল একাধিকবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তাঁকে গ্রেফতারও করা হয়েছে। অভিনেত্রী আগে ধর্মীয় বিবৃতিও দিয়েছেন, যা বিতর্ক তৈরি করেছে।

পায়েল রোহতগি ও কঙ্গনা রানাওয়াত
Kangana Ranaut: কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে, পাঞ্জাবে অভিনেত্রীর গাড়ি ঘিরে কৃষকদের বিক্ষোভ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in