Saif Ali Khan: ‘সাহসী এবং সৎ রাজনীতিবিদ’ – রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ বলিউড নবাব সইফ আলি খান

People's Reporter: সইফ বলেন, “নরেন্দ্র মোদি, কেজরিওয়াল বা রাহুল গান্ধী, এঁরা প্রত্যেকেই সাহসী রাজনীতিক। তবে আমার মনে হয় রাহুল গান্ধী যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়।''
রাহুল গান্ধী এবং সইফ আলি খান
রাহুল গান্ধী এবং সইফ আলি খান ছবি - সংগৃহীত
Published on

রাজনীতি নিয়ে খোলাখুলি মন্তব্য করেন বলিউডে এমন তারকা খুব কমই আছেন। তবে অভিনেত্রী কঙ্গনা রানাউত বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হওয়ার আগে একাধিক বার রাজনীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। রাহুল গান্ধীকে কটাক্ষ করতেও শোনা গিয়েছে। কিন্তু এবার প্রকাশ্যে রাহুল গান্ধীর প্রশংসা করলেন বলিউড নবাব সইফ আলি খান। যা নিয়ে রাজনীতি এবং বিনোদন দুনিয়া সরগরম।

নিজের পরবর্তী ছবি ‘দেবরা পার্ট -১’ –এর প্রচারে সম্প্রতি সইফ যোগ দেন ইন্ডিয়া টুডের কনক্লেভে। সেখানে অভিনেতাকে কোন ধরণের রাজনীতিবিদ পছন্দ করেন জিজ্ঞাসা করলে বলিউড নবাব জানান, "আমি একজন সাহসী, সৎ রাজনীতিবিদ পছন্দ করি।"

এরপর তাঁকে প্রশ্ন করা হয়, নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী— এঁদের মধ্যে কে সাহসী রাজনীতিবিদ? ভবিষ্যতে কে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করেন? এরই উত্তরে তৎক্ষণাৎ রাহুল গান্ধীর নাম নেন সইফ। 

সইফ আলি খান বলেন, “নরেন্দ্র মোদি, কেজরিওয়াল বা রাহুল গান্ধী, এঁরা প্রত্যেকেই সাহসী রাজনীতিক। তবে আমার মনে হয় রাহুল গান্ধী যা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। একটা সময়ে মানুষ ওঁর নানা মন্তব্য কিংবা কাজ নিয়ে অসম্মান করে অনেক কটাক্ষ করেছে, তবে রাহুল যেভাবে কঠোর পরিশ্রম করে সেগুলোর পালটা জবাব দিয়েছেন, সেটা ভীষণ ইন্টারেস্টিং।” 

সইফের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই এটিকে বলছেন, “এটা রাহুল গান্ধীর হয়ে তারকা প্রচার।“

উল্লেখ্য, এর আগে ‘তাণ্ডব’ সিরিজে প্রধানমন্ত্রীর পদের উত্তরসূরির ভূমিকায় অভিনয় করেছিলেন সইফ আলি খান। সেই সিরিজে সইফের চরিত্রের সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মিল খুঁজে পেয়েছিলেন অনেকেই। তবে তা নিয়ে কোনো দিনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সইফ। তবে এবার প্রকাশ্যে রাহুলের প্রশংসা করলেন বলিউড নবাব।

প্রসঙ্গত, এর আগে ২০১২ সালে সিমি গেরিওয়ালের এক চ্যাট শোয়ে এসে রাহুল গান্ধীর সঙ্গে ডেটে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন নবাব ঘরণী করিনা কাপুর খান। যদিও তখনও সইফের সঙ্গে বিয়ে হয়নি করিনা কাপুরের।

রাহুল গান্ধী এবং সইফ আলি খান
'ভিত্তিহীন, অযৌক্তিক মন্তব্য' - কৃষি আইন ফেরানো বিতর্কে কঙ্গনার বিরোধিতায় বিজেপির জাতীয় মুখপাত্র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in