Mumbai: ‘সলমন ৫ কোটি না দিলে অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে’ – হুমকি বার্তা মুম্বাই পুলিশকে

People's Reporter: ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন সলমন খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। এই কৃষ্ণসার হরিণ লরেন্স বিষ্ণোই গ্যাং-এর ধর্মের পবিত্র প্রাণী।
সলমন খান
সলমন খানফাইল ছবি সংগৃহীত
Published on

সদ্য খুন হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি। এই খুনের পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর হাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকেও তা স্বীকার করে নেওয়া হয়েছে। আর এবার মুম্বাই পুলিশের কাছে এল বলিউড ভাইজান সলমন খানকে মেরে ফেলার হুমকি। ৫ কোটি টাকা না দিলে সলমনের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। এমনই হুমকি বার্তা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশকে।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এই হুমকি বার্তা পাঠানো হয় মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াটঅ্যাপ নম্বরে। সেখানে লেখা হয়, “সলমন খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। বিষয়টি হালকা ভাবে নেবেন না। যদি সলমন খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে।” হুঁশিয়ারির সুরে ওই বার্তায় স্পষ্ট লেখা হয়েছে, “যদি টাকা না দেওয়া হয়, তবে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।”

এই হুমকি বার্তা পাওয়ার পর নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। বাড়ানো হচ্ছে সলমন খানের নিরাপত্তা। এই হুমকি বার্তা পাঠানোর পিছনে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর বান্দ্রায় এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে তাঁর ছেলে বিধায়ক জিসান সিদ্দিকির দফতরের বাইরে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বাই পুলিশ জানিয়েছে, এই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে।

এদিকে, বুধবার সলমন খানকে খুন করার পরিকল্পনা করার অভিযোগে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয় সুখবীর বলবীর সিং নামের একজনকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তিনি লরেন্স বিষ্ণোই দলের সদস্য। বৃহস্পতিবার নভি মুম্বই পুলিশ চার্জশিটে দাবি করে, সলমনকে খুন করতে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল ভাড়াটে খুনিকে। পাকিস্তান থেকে আনা হয়েছিল একে ৪৭, একে ৯২ এবং এম ১৬ বন্দুক। পানভেলে সলমনের খামারবাড়ির কাছেই তাঁকে খুন করার পরিকল্পনা ছিল।

এর কয়েক মাস আগে, সলমন খানের বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনাও ঘটে। প্রাথমিক তদন্তে জানানো হয়েছিল, এই ঘটনার পিছনেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে। উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন সলমন খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। এই কৃষ্ণসার হরিণ লরেন্স বিষ্ণোই গ্যাং-এর ধর্মের পবিত্র প্রাণী। এরপর থেকেই তারা সালমান খানকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছে।  

সলমন খান
বাবা সিদ্দিকির পর বিষ্ণোই গ্যাং-র নজরে মুনাওয়ার ফারুকি! সলমনকে ক্ষমা চাওয়ার 'উপদেশ' বিজেপি সাংসদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in