Ramdev: 'সালমান খান ড্রাগস নেন, রাজনীতিতেও মাদকের রমরমা রয়েছে' - বিতর্কিত মন্তব্য রামদেবের

রামদেব বলেন, কে জানে কত অভিনেতা-অভিনেত্রীরা মাদক সেবন করেন। সিনেমা জগতের চারিদিকেই মাদক ছড়িয়ে রয়েছে। বলিউডেও যেমন মাদক আছে, রাজনীতিতেও তেমন মাদক আছে।
সালমান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য রামদেবের
সালমান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য রামদেবেরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

মাদক নিয়ে বলিউড অভিনেতাদের বিরুদ্ধে বিষ্ফোরক মন্তব্য করলেন যোগগুরু রামদেব। সালমান খান মাদক সেবন করেন বলে প্রকাশ্যে দাবি করেছেন তিনি। রামদেবের এই বক্তব্য সামনে আসতেই ক্ষুব্ধ অভিনেতার ভক্তরা।

উত্তরপ্রদেশে তিন দিনের আর্যবীর সম্মেলন চলছে রামদেবের। সেই সম্মেলনে জনসমক্ষে তিনি মাদক বিতর্ক উস্কে দিলেন। মোরাদাবাদ থেকে রামদেব বলেন, "শাহরুখ খানের পুত্র একটি পার্টিতে মাদক নিতে গিয়ে ধরা পড়েছেন। জেলেও গিয়েছেন। সালমান খান মাদক সেবন করেন। তবে আমির খানের সম্পর্কে আমি কিছু জানিনা। ভগবানই জানে এই অভিনেতার ব্যাপারে।"

তিনি আরও বলেন, "কে জানে কত অভিনেতা-অভিনেত্রীরা মাদক সেবন করেন। সিনেমা জগতের চারিদিকেই মাদক ছড়িয়ে রয়েছে। বলিউডেও যেমন মাদক আছে, রাজনীতিতেও তেমন মাদক আছে। আজকাল নির্বাচনের সময়ও মদ দিয়ে প্রভাবিত করা হচ্ছে। আর এইসবের জন্য আমরা বিশেষ পদক্ষেপ নিতে চলেছি। যাতে বিভিন্ন নেশা থেকে মুক্তি পাওয়া যায়।"

উল্লেখ্য, এর আগে ব্যাঙ্গালোরে শক্তি কাপুরের পুত্র সিদ্ধান্ত কাপুরকে মাদক নেওয়ার অপরাধে কর্ণাটক পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, পার্টি থেকে ৭টি এম.ডি.এম.এ ট্যাবলেট ও সাথে কয়েক প্যাকেট গাঁজাও পাওয়া গেছে। সেগুলি পুলিশের চোখের আড়াল করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। যদিও পরে আদালতে তোলা হলে জামিন পান সিদ্ধান্ত কাপুর।

মাদককাণ্ডে নাম জড়ায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানেরও। তিনিও গ্রেপ্তার হন। বেশকিছু দিন জেলেও থাকেন আরিয়ান। পরে বোম্বে হাইকোর্ট থেকে জামিন পান আরিয়ান খান। মুম্বাই উপকূলে কর্ডেলিয়া নামের এক প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলেকে আটক করে NCB।

সালমান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য রামদেবের
Covid-19: করোনার টিকা আর কিনবে না সরকার, বাজেটের ৪২৩৭ কোটি টাকা ফেরত যাচ্ছে অর্থ দপ্তরে
সালমান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য রামদেবের
Congress: কংগ্রেস সভাপতি নির্বাচনে খাড়গেকে জয়ী করার আবেদন তৃণমূল নেতার - রাজনৈতিক মহলে জল্পনা
সালমান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য রামদেবের
Ramdev: অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে অবমাননার জের, শীর্ষ আদালতে ভর্ৎসিত রামদেব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in