বিশ্নোই গ্যাংয়ের নাম করে অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁরই পরবর্তী ছবির গীতকারকে। মঙ্গলবার সন্ধ্যেয় কর্ণাটকের রায়চুর থেকে ২৪ বছর বয়সী সোহেল পাশাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৭ নভেম্বর মুম্বাই ট্র্যাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে একটি হুমকি বার্তা আসে। সেখানে বলা হয়, পাঁচ কোটি টাকা না দিলে সলমন খান এবং তাঁর পরবর্তী ছবি ‘ম্যায় সিকন্দর হুঁ’ গানটির গীতকার সোহেল পাশাকে খুন করা হবে। আরও বলা হয়, ‘গীতিকারের অবস্থা এমন হবে যে তিনি আর কোনও দিনও গান লিখতে পারবেন না! যদি সলমনের সাহস থাকে, তা হলে তাঁকে বাঁচান।’ জানা গেছে, সন্দেহের তালিকা থেকে নাম সরাতে নিজেকেও হুমকিবার্তা পাঠিয়েছিলেন।
এরপরেই তদন্তে নামে মুম্বাই পুলিশ। মঙ্গলবার সন্ধ্যেয় গীতকার সোহেল পাশাকে কর্ণাটকের রায়চুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে নম্বর থেকে হুমকি বার্তা পাঠানো হয়েছিল, তার টাওয়ারের অবস্থান ধরেই খোঁজ মেলে ফোন নম্বরের মালিকের। প্রথমে ওই মোবাইল নম্বরের টাওয়ারের অবস্থান জানা যায় কর্ণাটকের একটি জায়গায়। এরপর মুম্বাই পুলিশের একটি দল পৌঁছায় কর্ণাটকে। সেখানে পৌঁছে জানা যায়, ওই হোয়াট্সঅ্যাপ নম্বর ব্যবহার করে বার্তাটি পাঠিয়েছে অন্য কেউ। এর পরেই তদন্তে নেমে অভিযুক্ত সোহেলের খোঁজ পায় পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিজের লেখা আসন্ন গানটির প্রচারের পাশাপাশি নিজেকে রাতারাতি জনপ্রিয় করে তুলতেই এই রাস্তা বেছে নিয়েছিলেন যুবক। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে আপাতত আগামী দু’দিন পুলিশি হেফাজতে থাকবেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন