‘সর্দার উধম’ ব্রিটিশদের প্রতি বিদ্বেষ দেখানোর অজুহাতে বাদ পড়ল অস্কারের দৌড় থেকে

অন্যতম জুরি মেম্বার ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, 'সর্দার উধম-এ ব্রিটিশদের প্রতি বিদ্বেষ দেখানো হয়েছে।' বিশ্বায়নের যুগে যা একেবারেই ইতিবাচক নয় বলে মনে করেন তিনি।
উধম সিং-র ভূমিকায় ভিকি কৌশল
উধম সিং-র ভূমিকায় ভিকি কৌশলফাইল চিত্র
Published on

ভারত থেকে অস্কারে পাঠানোর জন্য বিভিন্ন ছবি নিয়ে কলকাতারই এক প্রেক্ষাগৃহে ঝাড়াই-বাছাইপর্ব চলছে বেশ কিছুদিন ধরেই। মোট ১৪ টি ছবি এখনো পর্যন্ত তালিকাভুক্ত করা হয়েছে। সিনেমাপ্রেমীদের একটা বড় অংশ আশা করেছিলেন, সুজিত সরকার পরিচালিত সরদার উধম এই তালিকায় স্থান করে নেবে। কারণ সেই তালিকায় এগিয়ে ছিল এই ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবিটি।

কিন্তু শেষপর্যন্ত হতাশ হলেন দর্শকরা। ‘সর্দার উধম’ হেরে গেল অস্কারের দৌড়ে। তার পরিবর্তে অস্কারে লড়বে তামিল ছবি ‘কুঝাঙ্গাল’ই। সুজিতের এই ছবি মন জয়় করেছে দর্শকদের। তাই অনেকেই মনে করেছিলেন ভিকি কৌশলের এই ছবি অস্কারে যাচ্ছে।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে বাংলা ছবির পরিচালক ও অন্যতম জুরি মেম্বার ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, 'সর্দার উধম-এ ব্রিটিশদের প্রতি বিদ্বেষ দেখানো হয়েছে।' বিশ্বায়নের যুগে যা একেবারেই ইতিবাচক নয় বলে তিনি মনে করছেন। তা ছাড়াও ছবিটিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অনেক বেশি বিস্তৃত করে দেখানো হয়েছে, যার প্রয়োজন ছিল না। তবে তিনি বলেন, 'এই ছবির সিনেমাটেগ্রাফি সত্যিই আন্তর্জাতিক মানের।' আরেক বিচারক সুমিত বসুর কথায়, ‘সর্দার উধম ছবির দৈর্ঘ্য খুব বড় ইস্যু। ক্লাইম্যাক্স অনেকটাই দেরিতে আসে।'

উধম সিং-র ভূমিকায় ভিকি কৌশল
ইতিহাসের এক উপেক্ষিত বিপ্লবীর গল্প ‘সর্দার উধম’

তবে সোশ্যাল মিডিয়ায় ‘সর্দার উধম’ ছবির পক্ষে মুখ খুলেছেন অনেকেই। বেশিরভাগ নেটিজেনদের বক্তব্য, এটি ইতিহাসকে তুলে ধরেছে। যা ছিল তাই দেখিয়েছে। অনেকে বলেছে, স্বাধীনতা সংগ্রামের গল্প ঠিক যেমনটি দেখানো উচিত, সর্দার উধম সেইভাবেই দেখিয়েছে। তাই অস্কারের উচিত ছিল!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in