সতীশ কৌশিকের মৃত্যু অস্বাভাবিক! ফার্ম হাউস থেকে উদ্ধার হওয়া সন্দেহভাজন ওষুধ ঘিরে ধোঁয়াশা

পুলিশ আধিকারিকরা বলছেন, চিকিৎসকদের মতে হার্ট অ্যাটাকের কারণেই পরিচালকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে।
সতীশ কৌশিক
সতীশ কৌশিকছবি - সতীশ কৌশিকের ফেসবুক পেজ
Published on

বলিউড অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। যে ফার্ম হাউসে হোলির দিন অসুস্থ হয়ে পড়েছিলেন প্রয়াত অভিনেতা, সেখান থেকেই বেশকিছু সন্দেহভাজন ওষুধ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। মাত্র ৬৬ বছর বয়সে বৃহস্পতিবার মৃত্যু হয় অভিনেতার।

বন্ধু বিকাশ মালুর একটি ফার্ম হাউসে হোলির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সতীশ কৌশিক। ওই ফার্ম হাউস থেকে বেশ কিছু আপত্তিকর ওষুধের প্যাকেট খুঁজে পেয়েছে পুলিশ। সতীশ কৌশিকের বন্ধু (বিকাশ মালু) আবার একটি ধর্ষণকাণ্ডেও অভিযুক্ত বলে জানা গেছে। সূত্রের খবর, ওষুধগুলি সাধারণত কেউ ব্যবহার করে না। কে বা কারা ব্যবহার করতো তার তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। সতীশ কৌশিককে ওষুধগুলি দেওয়া হয়েছিল কিনা তাও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জানা যাবে না। ফার্ম হাউসে উপস্থিত থাকা ১০-১২ জনের তালিকাও তৈরি করা হচ্ছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ আধিকারিকরা বলছেন, চিকিৎসকদের মতে হার্ট অ্যাটাকের কারণেই পরিচালকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্ট এলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। হরিনগরের দীন দয়াল হাসপাতাল থেকে অভিনেতার ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, সতীশ কৌশিকের মৃত্যুর খবরটি পুলিশ জেনেছে হাসপাতালের কাছ থেকে। এর আগে কোনোরকম তথ্য পুলিশকে জানাননি অভিনেতার সতীর্থরা। যা আরও সন্দেহ বাড়াচ্ছে পুলিশের। যাঁরা তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁদের সাথেও যোগাযোগ করছেন পুলিশ আধিকারিকেরা।

১৯৬৫ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণ করেন সতীশ কৌশিক। তিনি একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক, কৌতুক অভিনেতা এবং চিত্রনাট্যকার ছিলেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন তিনি। 'মিস্টার ইন্ডিয়া', 'দিওয়ানা মাস্তানা', 'জানে ভি দো ইয়ারোঁ', 'উড়তা পাঞ্জাব'-এর মতো ছবিতে অভিনয় করেছেন।  

সতীশ কৌশিক
৮৪২ জনের চাকরি বাতিলের তালিকায় মুখ্যমন্ত্রীর ভাইঝি, মন্ত্রীর ভাই সহ একাধিক তৃণমূল নেতার নাম!
সতীশ কৌশিক
BRS: 'বিজেপির মোডাস অপারেন্ডি হল মোদী সে পহেলে ইডি': কবিতা কলবকুন্তলা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in