তারিণীচরণ বন্ধ্যোপাধ্যায় নামটি আপামোর বাঙালি পাঠকের মনে আছে নিশ্চয়। এবার এই তারিণী খুড়োকে দেখা যাবে বলিউডের রূপোলী পর্দায়। সত্যজিত রায়ের লেখা অধিকাংশ গল্পের চরিত্রগুলি আসলে খুবই সম-সাময়িক। ফেলুদা, শঙ্কু এই চরিত্রগুলির মতো সত্যজিতের আর এক অনন্য সৃষ্টি হল ‘তারিণী খুড়ো’।
সত্যজিতের ছোটগল্প অবলম্বনে বলিউড ছবিতে কাজ ইতিপূর্বেও হয়েছে। এবারে ‘জিও-স্টুডিও’-র প্রযোজনায় এই ছবিটি তৈরি হচ্ছে। যেখানে সত্যজিত সৃষ্ট তারিণী খুড়োর ভূমিকায় অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। হিন্দি ভাষায় তৈরি হবে এই ছবিটি।
পরিচালক অনন্ত নারায়ণ মহাদেবন বলেছেন, কে বেশি গুরুত্বপূর্ণ একটি মৌলিক গল্প, নাকি গল্পকার! এটাই রায়ের এই গল্পের সারকথা। আর এই কিংবদন্তীর জীবন ও তার গল্প নিয়ে কাজ করতে পারা তার কাছে গর্বের। গল্পের মধ্যেকার বোধ-বুদ্ধি, নাটক এবং এমনকি সাসপেন্সের সমন্বয়কে এমন একটি নতুন প্রজন্মের কাছে নিয়ে আসার একটি প্রয়াস এই ছবি।
প্রসঙ্গত, ছবির পরিচালক সত্যজিৎ রায়ের ছোটগল্প 'গল্প বলিয়ে তারিণী খুড়ো' অবলম্বনে ‘দ্য স্টোরিটেলার’ নামে একটি হিন্দি ফিচার ফিল্ম পরিচালনা করবেন। গল্প বলিয়ে তারিণী খুড়োর ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। এছাড়াও এই ছবিতে আদিল হুসেন, রেবতী এবং তন্নিষ্ঠা চ্যাটার্জি প্রমুখ অভিনেতারা কাজ করেছেন।
কলকাতার মানুষ তারিণী, পাড়ার চায়ের দোকানে চা খেতে খেতে গল্প শোনাতেন এই ব্যাচেলার খুড়ো। বেনিয়াটোলা লেনের এই স্টোরি-টেলার বাঙালির খুব কাছের। তারিণী খুড়ো আমাদের চারপাশের সমাজেই আছে। তাকেই এবার পর্দায় আনছে বলিউড। মাসখানেক আগে ছবির কাজে কলকাতায় এসেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। লেকমার্কেট, কুমোরটুলিতে শ্যুটিং করে গিয়েছেন এন.এস.ডি খ্যাত এই অভিনেতা। ছবির শ্যুটিং-এর কাজ চলছে। জিও স্টুডিও'র তরফে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। ‘কোয়েস্ট ফিল্মস’ কোম্পানির এই ছবি শ্যুটিং শেষ হবার অপেক্ষায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন