আপাতত স্বস্তি, কঙ্গনার সোশ্যাল মিডিয়া পোস্ট 'Censor' করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট সেন্সর করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন জনৈক ব্যক্তি। এর আগে অভিনেত্রীর বিতর্কিত পোস্টের জন্য ব্যান করা হয় টুইটার থেকে।
কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াতফাইল ছবি সংগৃহীত
Published on

বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট সেন্সর করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন জনৈক ব্যক্তি। এর আগে অভিনেত্রীর বিতর্কিত পোস্টের জন্য ব্যান করা হয় টুইটার থেকে। ফেসবুকেও নিষিদ্ধ করা হয় তাঁকে।

তবে 'সেন্সর' ইস্যুতে কঙ্গনা পাশে পেল আদালতকে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চ কঙ্গনাকে সেন্সর করার আবেদন খারিজ করে দিয়েছে। কঙ্গনার বিরুদ্ধে আদালতের কাছে এই আবেদন জানান চরণজিত সিং চন্দ্রপাল। তিনি একইসঙ্গে অভিনেত্রীর বিরুদ্ধে সব এফআইআর মুম্বইয়ের খার থানায় স্থানান্তর করারও নির্দেশেরও আবেদন করেছিলেন।

চরণজিত সিং এর দাবি - 'তাঁর (অভিনেত্রী কঙ্গনা) মন্তব্যগুলি শুধু যে আপত্তিকর ও নিন্দনীয় তাই নয়। তাঁর মন্তব্যের দাঙ্গারও কারণ হয়ে উঠতে পারে।' তাঁর আবেদনে তিনি উল্লেখ করেন যে, কঙ্গনা কিছু কিছু মন্তব্যে শিখদের দেশবিরোধী বলে চিহ্নিত করা চেষ্টা করেছেন। নির্দোষ শিখদের মৃত্যুকে সঠিক বলে দাবি করার চেষ্টা করেন। তাঁর মন্তব্য আমাদের জাতীয় ঐক্যের বিরোধী। তাই কোনও অজুহাতেই এই বিষয়গুলিকে সরিয়ে রাখা যায় না। কিন্তু তাঁর এই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়া থেকে কঙ্গনার পোস্ট মুছে দেওয়া, সেন্সর করা বা ব্লক করার বিপক্ষেই রায় দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, কঙ্গনা বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি ভক্ত বলে পরিচিত। তিনি নানা সময়ে বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনাম হন। কয়েক মাস আগে বলেছিলেন, ২০১৪ সালের পর দেশ প্রকৃত স্বাধীনতা পায়। এরপর নেটিজেনদের কাছে তুমুল সমালোচনার শিকার হন তিনি। শুধু তাই নয়, কৃষকদের 'খালিস্তনি' সন্ত্রাসবাদী বলেও তোপ দেগেছিলেন।

কঙ্গনা রানাওয়াত
কৃষকদের 'খালিস্তানি' বলার পর এবার পাঞ্জাবকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বলে উল্লেখ করলেন কঙ্গনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in