Selfiee: 'নিজের দোষেই 'সেলফি' ফ্লপ' - নতুন সিনেমা নিয়ে কেন এমন বললেন অক্ষয় কুমার?

অক্ষয় কুমার বলেছেন, সমাজের সাথে নিজেকেও বদলাতে হয়। দর্শক কী চাইছে সেটা আমাদের বোঝা উচিত। আমাদের ইচ্ছাটা দর্শকের ওপর চাপিয়ে দিতে পারি না।
অক্ষয় কুমারের 'সেলফি' ফ্লপ
অক্ষয় কুমারের 'সেলফি' ফ্লপগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের নতুন সিনেমা 'সেলফি' (SELFIEE)। একের পর এক সিনেমা ফ্লপ করার পর মুখ খুললেন বলিউডের 'খিলাড়ি'। সিনেমা ফ্লপের জন্য নিজেকেই দায়ী করলেন তিনি!

অক্ষয় কুমারের শেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে তেমন লাভের মুখ দেখতে পারেনি। পর পর সিনেমা ফ্লপ হওয়ার কারণ নিজেরি খুঁজে বের করলেন তিনি। সূত্রের খবর, অক্ষয় কুমার বলেছেন সমাজের সাথে নিজেকেও বদলাতে হয়। দর্শক কী চাইছে সেটা আমাদের বোঝা উচিত। আমাদের ইচ্ছাটা দর্শকের ওপর চাপিয়ে দিতে পারি না। আমরা হয়তো দর্শকের সাথে নিজেদের সিনেমার বিষয়টা বদলাতে পারিনি। সময় এসেছে বদলানোর।

তিনি আরও বলেন, মানুষ চাইছে আপনাকে নতুন রূপে দেখতে কিন্তু আপনি সেই একই ধরণের সিনেমা করছেন। তাই ফ্লপ হচ্ছে। এতে আপনারই দোষ। দর্শককে কেন দোষ দেব? যেখানে বুঝতে পারছি দোষ আমার। সিনেমা ফ্লপ আমার জীবনে প্রথম নয়। এর আগেও আমার ১৬টি সিনেমা টানা ফ্লপ করেছে। কিন্তু আমি পিছিয়ে যাইনি।

সিনেমা সমালোচক তরণ আদর্শের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, গত তিন দিনে ভারত জুড়ে 'সেলফি'-র আয় ৫ কোটির একটু বেশি। মুক্তির দিন আয় হয়েছিল ১ কোটি ৩০ লক্ষ। শনিবার সিনেমাটি ১ কোটি ৮৩ লক্ষের ব্যবসা করেছিল। রবিবার আয় করে প্রায় ২ কোটি টাকা। তিনি বলেন, এটা সত্যি দুর্ভাগ্যজনক। বলিউড ইনডাস্ট্রিতে কার্যত বিপর্যয়।

সিনেমাটি একটি মালয়ালম সিনেমা ড্রাইভিং লাইসেন্সের হিন্দি রিমেক। সিনেমার পরিচালক রাজ মেহেতা। অক্ষয় কুমারের চরিত্রের নাম বিজয় কুমার। ইমরান হাসমির চরিত্রের নাম প্রকাশ আগারওয়াল । 'সেলফি'-র গল্পটি অক্ষয় কুমারকে কেন্দ্র করে রয়েছে। তিনি একজন তারকা অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন। আর তাঁর সিনেমায় স্টান্ট করার জন্য একটি ড্রাইভিং লাইসেন্সের দরকার। যার জন্য আরটিও অফিসারের কাছে যেতে হয়। অফিসারের ভূমিকায় ইমরান হাসমিকে দেখা যায়। তিনি (আরটিও অফিসার) অক্ষয় কুমারের বড় অনুরাগী।

অক্ষয় কুমারের 'সেলফি' ফ্লপ
মুখ তো খুলতেই হবে, চুপ করে থাকব কী করে? - পাকিস্তানে করা মন্তব্য প্রসঙ্গে জাভেদ আখতার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in