করোনা মোকাবিলায় কেন্দ্রের ব্যর্থতা নিয়ে যত সমালোচনা বাড়ছে, তত মানুষের পাশে থাকার আশ্বাস নিয়ে সেলেব্রিটি-আমজনতা এগিয়ে আসছে। টলিউড সেলিব্রিটিরা নানা ভাবে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। একই ভাবে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বলিউডকেও। অভিনেতা সোনু সুদ তো গতবছর থেকে গরিবদের মসিহা হয়ে উঠেছেন। নিজেই নজির গড়ছেন, ভাঙছেন।
এবার এগিয়ে এলেন বলিউডের তারকা শিল্পীরাও। নিজেরাই ভার্চুয়ালি লাইভ মিউজিক শো করে অর্থ সংগ্রহে উদ্যোগী হয়েছেন। গায়ক শান, সাধনা সরগম, পদ্মশ্রী মালিনী আওয়াস্থি, রাজ পণ্ডিত-সহ বলিউডের ৩৫ তারকা শিল্পী এই শো করছেন আগামী ৫ জুন। উদ্দেশ্য, করোনায় যে সব শিশু অনাথ হয়েছে, যাঁরা স্বামীকে হারিয়েছেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন, কর্মহীন, ঘরছাড়াদের হাতে তুলে দেওয়া হবে এই অর্থ।
শানদের সাহায্য করতে এগিয়ে এসেছেন অনুপম খের ফাউন্ডেশন, বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর ‘আই অ্যাম বুদ্ধা’-সহ আরও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। কনসার্টের নাম রাখা হয়েছে 'এক সাথ: ইন্ডিয়া উইল রাইজ এগেন’।
কনসার্ট সম্পর্কে শান বলেন, ‘আমরা সকলেই জানি, এটা খুব কঠিন একটা সময়। আর এই সময়ে কোনও ধরনের সাহায্যই যথেষ্ট নয়! তাই সবার উচিত নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে চলা, যাতে আর্তদের একটু হলেও সাহায্য হয়।’ কনসার্টে গাইতে পারেন সোনু নিগম, অলকা ইয়াগনিক, কৈলাশ খের, শান, দালের মেহেন্দি, অনুপ জলোটা, পঙ্কজ উদাস, প্রসূন যোশী, সাধনা সরগম-সহ একাধিক বলিউডের গায়ক-গায়িকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন