আর জি কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। রাজ্যের পাশাপাশি গোটা দেশেও ছড়িয়ে পড়েছে এই ঘটনা। পিছিয়ে নেয় বলিউড তারকারাও। সবর হয়েছেন আয়ুষ্মান খুরানা, আলিয়া আট, করিনা কাপুর থেকে শুরু করে আরও অনেকেই। সবার একটাই দাবি ‘বিচার চাই’। এবার এই ঘটনায় সবর হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। জানালেন ধর্ষণ থেকে মুক্তির উপায়ও।
সমাজ মাধ্যমে বরাবরই সক্রিয় শাবানা। স্পষ্টবাদী কথার কারণে রক্ষণশীলদের চক্ষুশূলও হতে হয়েছে তাঁকে। তবুও তিনি থেমে থাকেননি। আর এবার আর জি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে সবর হলেন অভিনেত্রী।
পুণের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শাবানা বলে, “এই ধরনের ঘটনা ভয়ঙ্কর। আমি বিরক্ত এটা দেখে, এখনও এই ঘটনা ঘটে চলেছে সমাজে। ২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পর জাস্টিস বর্মা কমিটির রায়ের পরও এগুলো ঘটছে ভেবেই বিরক্ত।’’ ধর্ষণ থেকে কীভাবে মুক্তি পাবে, সেই প্রসঙ্গে শাবানা বলেন, ‘‘প্রথমত মহিলাদের পণ্য রূপে ব্যবহার করাটা বন্ধ করতে হবে। এবং আমাদের মজ্জাগত যে পুরুষতন্ত্র রয়েছে তাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।’’
তবে আর জি কাণ্ড নিয়ে শুধু শাবান আজমিই নন, সবর হয়েছেন আর এক বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘বাংলায় যা হচ্ছে, ভাল হচ্ছে না। বিজেপি কর্মীরাই তো শুধু প্রতিবাদ করেছেন। মহিলাদের উপর যে হিংসার ঘটনা ঘটছে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা উচিত ছিল। আমি মমতাজিকে অনুরোধ করব, যেটা সঠিক, সেটা করুন। আর দেরি করবেন না। গোটা দেশ অপেক্ষা করছে। দোষীর দ্রুত সাজা হওয়া উচিত।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন