Shah Rukh Khan: ‘বর্ষসেরা ভারতীয় ২০২৩’ হলেন শাহরুখ খান

People's Reporter: ভারতের প্রথম সারির এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে শাহরুখ খানকে ‘বর্ষসেরা ভারতীয়, ২০২৩’ এই সম্মানটি দেয়। এই সম্মান পাওয়ার পর শাহরুখ তাঁর ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
'বর্ষসেরা ভারতীয় ২০২৩’ হলেন শাহরুখ খান
'বর্ষসেরা ভারতীয় ২০২৩’ হলেন শাহরুখ খানছবি সংগৃহীত
Published on

চার বছর পর কামব্যাক করে এক বছরে তিন তিনটে হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ২০২৩ গোটা বছরটাই যেন ছিল বলিউড বাদশার। আর এবার তাঁর ঝুলিতে যোগ হল নতুন পুরস্কার। ‘বর্ষসেরা ভারতীয়, ২০২৩’ হলেন শাহরুখ খান। বুধবার এক প্রথমসারির সংবাদমাধ্যমের তরফ থেকে এই পুরস্কার দেওয়া হল তাঁকে।

চার বছর রুপোলী পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ। তার আগের করা কয়েকটি সিনেমা সেভাবে বক্স অফিসে প্রভাব ফেলতে পারেনি। ২০২৩ সালে দুর্দান্ত কামব্যাক হয় 'বাদশা'র। বছরের প্রথমে দর্শকদের উপহার দিয়েছিলেন ‘পাঠান’। তারপর ‘জাওয়ান’। এরপর বছরের শেষে ‘ডাঙ্কি’। একের পর এক হিট সিনেমা।

বুধবার, ভারতের প্রথম সারির এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে শাহরুখ খানকে ‘বর্ষসেরা ভারতীয়, ২০২৩’ এই সম্মানটি দেয়। এই সম্মান পাওয়ার পর শাহরুখ তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কঠিন সময়ে তাঁর এবং তাঁর পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "‘গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল। আমার সব ছবি ফ্লপ করে। ব্যক্তিগত জীবনে কিছু অপ্রীতিকর এবং বিরক্তিকর ঘটনা ঘটেছে বললেও কম বলা হয়। কিন্তু তাতে আমার একটা শিক্ষা হয়েছে। চুপচাপ থাকো, একদম নিস্তব্ধে কাজ করো, নিজের আত্মসম্মান বজায় রেখে চুপচাপ পরিশ্রম করে যাও। কারণ, অনেক সময় যখন মনে হয়, জীবনে সব ভালই চলছে, কী ভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে, বুঝতেও পারবে না! কিন্তু এই সময়ই আরও সততার আর আশা নিয়ে নিজের গল্প নিজেই লেখা উচিত।’’ 

বলে রাখা ভালো, ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে কর্ডেলিয়া নামের এক প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ আটজনকে মাদক নেওয়ার অভিযোগে গ্রেফতার করে NCB। বেশ কয়েকদিন জেল হেফাজতে ছিলেন শাহরুখ-পুত্র। পরে যদিও বেকসুর মুক্তি পান তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের শুরুতে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। ভারতে ছবিটি ৫২৪ কোটি টাকা (হিন্দি) এবং ৫৪৫ কোটি টাকা (সব ভাষায়) এবং বিশ্বব্যাপী ১০৫৫ কোটি টাকা আয় করেছিল। জুন মাসে তার পরবর্তী ছবি রিলিজ ‘জওয়ান’ মুক্তি পায়। যেটি সমস্ত ভাষায় ভারতে ৬৪৩ কোটি টাকা আয় করেছিল। তারপরে বছরের শেষে ‘ডাঙ্কি’, যা মাত্র ১৩ দিনে বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকারও বেশি আয় করেছে। তবে শাহরুখ খান এখনও পর্যন্ত তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেন নি।

'বর্ষসেরা ভারতীয় ২০২৩’ হলেন শাহরুখ খান
Bilkis Bano: বিলকিস বানোর কাহিনী নিয়ে ছবি করবেন কঙ্গনা, তৈরি চিত্রনাট্যও! আর কী বললেন অভিনেত্রী?
'বর্ষসেরা ভারতীয় ২০২৩’ হলেন শাহরুখ খান
IND vs AFG: আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে নেই কোহলি - পরেরগুলিতে থাকবে? কী জানালেন কোচ দ্রাবিড়?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in