বলিউডের বাদশা শাহরুখ খান, শনিবার (২৫শে জুন) ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০টি গৌরবময় বছর অতিক্রম করেছেন। ৩০ বছর আগে, অর্থাৎ ১৯৯২ সালের আজকের দিনেই শাহরুখের প্রথম ফিল্ম 'দিওয়ানা' মুক্তি পেয়েছিল। এই ছবির মাধ্যেম বড় পর্দায় আত্মপ্রকাশ হয় শাহরুখের।
বিগত ৫০ বছর থেকে সিনেমা তৈরি করে আসছে, ফিল্ম প্রোডাকশন হাউস ‘যশ রাজ ফিল্মস্’। আজ তাদের নির্মিত 'পাঠান'-এর মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। এই পোস্টারে দেখা যায় বন্দুকধারী কিংখানকে। পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, শাহরুখ খানের অভিনয় জীবনের অতিক্রান্ত ৩০ বছরপূর্তি উদযাপন করতে এবং সেই আনন্দ বলি-বাদশার বিশ্বব্যাপী ভক্তদের সাথে ভাগ করে নিতেই আজকের দিনটিকে ব্যবহার করেছেন পরিচালক। তিনি বলেছেন, “সারা বিশ্ব জুড়ে কিংখানের ভক্তরা তাঁর নতুন ছবির লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কৌতূহল প্রকাশ করেছেন। তাই আমরা শাহরুখের নতুন ছবির পোস্টার ও লুক রিলিজের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছি। আশাকরি কিংখানের এই নতুন লুক তাঁর ভক্তকুলের ভালো লাগবে।” নিজের সোশ্যাল মিডিয়াতে এই পোস্টার শেয়ার করেছেন শাহরুখ।
প্রায় তিনদশক আগে শাহরুখ নামের এই ছেলে একরাশ স্বপ্ন নিয়ে বোম্বাই নগরীতে পা রেখেছিলেন। পরিবারের কেউ কখনও অভিনয় জগতের সাথে কোনভাবে সম্পর্কিত ছিলেন না। চেহারাও নায়কোচিত নয়। এতগুলি ‘না’ নিয়ে বলিউডে আসা শাহরুখ, আজকের বলিউডের বাদশা। ৩০ বছরের সাম্রাজ্য তাঁর।
বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ -এর লুকটি ইন্টারনেটে আসার সাথে সাথে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে যা গণ-হিস্টিরিয়া তৈরি করেছে। পোস্টারটি সম্পর্কে ছবির পরিচালক আনন্দ বলেন “তিনি শাহরুখকে নিয়ে একটি অ্যাকশন ছবি বানাতে চেয়েছিলেন। যা ছবিতে শাহরুখের লুক দেখেই আন্দাজ করা যাচ্ছে। এই ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামের মতো সুপারস্টারদের। ‘পাঠান’ ভারতীয় অ্যাকশন ছবির ঘরানায় একটি নতুন মাইলফলক তৈরি করবে বলে আশাবাদী পরিচালক৷ ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু দর্শকদের জন্য পরের বছর (২০২৩) ২৫শে জানুয়ারী মুক্তি পেতে চলেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন