বিনোদন জগতে সাড়া ফেলে দিয়েছে শাহরুখ খানের বৃহস্পতিবার মুক্তি পাওয়া সিনেমা জাওয়ান। একাধিক রিপোর্টের দেখা যাচ্ছে মুক্তির প্রতম দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। এরই মাঝে শাহরুখকে সিনেমার ঈশ্বর বলে সম্বোধন করেছেন কঙ্গনা রানাওয়াত।
বলিউডে যদি কোনো অভিনেত্রীকে নিয়ে বিতর্ক তৈরি হয় তাতে কঙ্গনা রানাওয়াতের নাম প্রথম সারিতেই থাকবে। কারণ সম্প্রতি বলিউড নিয়ে একাধিকবার তিনি বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন। তবে এবার এসআরকে-র প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "নব্বইয়ের দশকের প্রেমিক ছেলে হওয়া থেকে শুরু করে তারপর এক দশক ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে চল্লিশ বছর, পঞ্চাশ বছর এমনকি প্রায় ৬০ বছরে এসেও ভক্তদের সাথে তাঁর যা সম্পর্ক তা সত্যিই দেখার মতো। তিনি শুধু রিল নয় রিয়েল লাইফেও সুপার হিরো।"
পাশাপাশি তিনি বলেন, "আমার মনে পড়ে যায় বহুকাল আগের কথা। যখন লোকেরা তাঁর পছন্দ ও তাঁকে নিয়ে মজা করতো। কিন্তু তিনি হার মানেননি। তিনি সিনেমার ঈশ্বর। কারণ সিনেমা তার আলিঙ্গন, গালের টোল দেখে নয় বরং শাহরুখের কঠোর পরিশ্রম ও ভালোবাসার জন্য মানুষ গ্রহণ করেছে"।
প্রসঙ্গত গতকাল মুক্তি পেয়েছে শাহরুখের 'জাওয়ান'। যা পাঠানের রেকর্ডকেও ভেঙে দিয়েছে। বিখ্যতা চিত্রসমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, হিন্দি ছবি হিসেবে প্রথম দিনে ভারতে জাওয়ান ব্যবসা করেছে ৬৫.৫০ কোটি টাকার। এর আগে রেকর্ড ছিল পাঠানের। পাঠান ব্যবসা করেছিল ৫৫ কোটি টাকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন