ফের বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতীয় সঙ্গীতের। সোমবার রাতে লস অ্যাঞ্জেলেসে বসেছিল ৬৬ তম গ্র্যামি অ্যাওর্য়াড বিতরণ অনুষ্ঠান। আর সেখানেই আন্তর্জাতিক ক্ষেত্রে ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হল ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সদস্য তালিকায় রয়েছেন শঙ্কর মহাদেবন, জাকির হুসেনের মতো বিখ্যাত শিল্পীরা।
সোমবার সন্ধ্যায় গ্র্যামির মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ‘শক্তি’র কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন এবং ব্যান্ডের আর এক সদস্য তথা বেহালাবাদক গণেশ রাজাগোপালন। এদিন পুরস্কার পাওয়ার পর শঙ্কর মহাদেবনকে নিজের পরিবারকে ধন্যবাদ দিতে শোনা যায়।
শঙ্কর এদিন বলেন, ‘‘ভগবানকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সঙ্গীতশিল্পীদের, আমার পরিবার এবং বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ব বোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সঙ্গীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওঁকে অর্পণ করি।’’
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। এটাই ‘শক্তি’র শেষ অ্যালবাম। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলা বাদক হিসাবে রয়েছেন জাকির হুসেন। বেহালায় রয়েছেন গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। এছাড়াও গিটারে রয়েছেন জন ম্যাকলাফলিন।
‘দিস মোমেন্ট’র সঙ্গে এই বিভাগে মনোনয়নের তালিকায় ছিলেন সুজ়ানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সঙ্গীতশিল্পীরাও।
অন্যদিকে, ‘শক্তি’ ব্যান্ডে বিজয়ী হওয়ার পাশাপাশি এদিন জাকির হুসেন গ্র্যামি জিতেছেন 'পশতু' (Pashto) গানটির জন্যও। 'বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স' বিভাগে এই সম্মান জিতে নেন তিনি। তাঁর সাথে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও। জাকির হুসেন এই নিয়ে মোট তিনটি গ্র্যামি জিতেছেন। চৌরাসিয়া দুবার জিতলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন