মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তবে বর্তমানে তিনি সেই রোগ মুক্ত। সেই অভিজ্ঞতা নিয়ে এই প্রথম প্রকাশ্যে কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। তবে বেশি কিছু জানাননি এই বিষয়ে।
সম্প্রতি বলিউডের জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহারের টক শো ‘কফি উইথ করণ’-এ ছেলে সইফ আলি খানের সঙ্গে এসেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সেখানেই করণের সঙ্গে কথোপকথনে অভিনেত্রী জানান তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে করণ জোহার পরিচালিত আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমা। বক্স অফিসে ভাল সাফল্য পেয়েছে সিনেমাটি। এই ছবিতে আলিয়া ভাটের ঠাকুমার ভূমিকায় অভিনয় করার জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল শর্মিলা ঠাকুরের কাছে। কিন্তু শরীরে মারণরোগ বাসা বাঁধায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন শর্মিলা ঠাকুর।
এদিন শো চলাকালীন সেই প্রসঙ্গে করণ জোহর জানান, “আমি শর্মিলাজিকে ‘রকি অউর রানি’ ছবিতে শাবানা আজমির অভিনীত চরিত্রটার জন্য প্রথমে প্রস্তাব দিয়েছিলাম। সেই সময়ে শারীরিক অসুস্থতার কারণে উনি হ্যাঁ বলতে পারেননি। তবে আমার কিন্তু সেই আক্ষেপটা রয়েই গিয়েছে।”
এরপরই শর্মিলাকে বলতে শোনা যায়, “ওইসময়ে অতিমারীর চরম পর্যায়। তখনও কেউ কোভিডের সঙ্গে যুঝে উঠতে পারেনি। ভ্যাকসিনও আসেনি তখন। আমাদের কারও ভ্যাকসিন নেওয়া ছিল না। আমার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ওঁরা কেউ সেই ঝুঁকিটা আমাকে নিতে দেয়নি।” যদিও অসুস্থতা প্রসঙ্গে এর বেশি মুখ খোলেননি তিনি, তবে এই প্রথমবার প্রকাশ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানালেন শর্মিলা ঠাকুর।
তবে করণের ছবিতে অভিনয় না করতে পারার জন্য অনুশোচনা প্রকাশ করতে শোনা যায় অভিনেত্রীকে। তিনি জানান, "এটি একটি অনুশোচনা, এবং আমি আশা করব আগামী দিনে আমরা একসাথে কাজ করব।“
শর্মিলা ঠাকুর বাংলা এবং হিন্দি সিনেমা জগতে সমান পরিচিত। বাংলাতে সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার (দ্য ওয়ার্ল্ড অফ অপু) তাঁকে পরিচিতি দিয়েছে। কাশ্মীর কি কালি, আরাধনা, অমর প্রেম, চুপকে চুপকে সহ একাধিক হিন্দি সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। বহুদিনের বিরতির পর সম্প্রতি আবার সিনেমা জগতে প্রত্যাবর্তন করেছেন অভিনেত্রী। এই বছরের শুরুতে তিনি ‘গুলমোহর’ দিয়ে অভিনয়ে ফিরে আসেন। যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন মনোজ বাজপেয়ি। রাহুল ভি চিটেল্লা পরিচালিত ছবিটি ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন