মিস ইউনিভার্স ২০২৩-এর খেতাব জিতলেন মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার শেনিস পালাসিওস। রবিবার সালভাদরের রাজধানী সান সালভাদরে আয়োজিত মিস ইউনিভার্স ২০২৩-এর মঞ্চে শেনিসের মাথায় ‘তাজ’ তুলে দিয়েছেন গত বছরের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আরবনি গ্যাব্রিয়েল। বিশ্বব্যাপী এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন।
নিজের দেশের প্রথম মহিলা হিসেবে মিস ইউনিভার্সের খেতাব জিতে ইতিহাস গড়েছেন ২৩ বছর বয়সী শেনিস পালাসিওস। এদিন রুপোলী গাউনের সঙ্গে বিশেষ নীল রঙের কেপ জড়িয়ে মঞ্চ মাতিয়েছেন শেনিস। নিজের দেশের পতাকায় থাকা নীল রঙের প্রতীক হিসেবেই ওই কেপ পরেছিলেন বলে জানিয়েছেন বর্তমান বিশ্বসুন্দরী। কিন্তু কে এই শেনিস পালাসিওস?
২০০০ সালে জন্মগ্রহণ করা এই বিশ্বসুন্দরীর রয়েছে মাস কমিউনিকেশন বা গণজ্ঞাপনের ডিগ্রি। খেলাধুলাতেও বিশেষ পারদর্শী শেনিস। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় নিয়মিত ভলিবল খেলেছেন তিনি। ২০১৬ সালে তাঁর সৌন্দর্য প্রতিযোগিতা জয়যাত্রার শুরু। সে বছর শেনিস মিস টিন নিকারাগুয়া ২০১৬ খেতাব জেতেন। ২০২০ সালে তিনি জেতেন মিস ওয়ার্ল্ড নিকারাগুয়া ২০২০ খেতাব। ২০২১ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন শেনিস। তবে শেষ ৪০ জন ফাইনালিস্টের তালিকাতেই সেই যাত্রা শেষ হয় শেনিসের।
অন্যদিকে, এবছর ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন চণ্ডীগড়ের বাসিন্দা শ্বেতা সারদা। সম্প্রতি মিস ডিভা ২০২৩ খেতাব জয়ের পর তাঁর মিস ইউনিভার্স জয় নিয়ে দেশের মানুষের আশার শেষ ছিল না। কিন্তু এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা ২০ ফাইনালিস্টের তালিকাতেই শেষ হয়েছে শ্বেতার যাত্রা। গত বছর এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দিভিতা রাই। শেষ ১৬ ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিলেও মিস ইউনিভার্সের খেতাব অধরাই থেকে যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন