কলকাতা জুড়ে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা ৪২ ডিগ্রির আশেপাশে। গরমে হাঁসফাঁস করছেন প্রায় সকলেই। এরই মধ্যে পরিবেশের ওপর জোর দেওয়ার জন্য, আরও বেশি গাছ লাগানোর জন্য সরাসরি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ফেসবুকে 'মেনশন' করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র।
ফেসবুকে তিনি লেখেন, 'সচরাচর ট্যাগ করি না। কিন্তু করলাম। গরমটা কি সহ্য হচ্ছে ?? হবে?? আমার পাড়ায় ফুটপাথের ধারে যে বড় গাছগুলো আছে, বড় বা ছোট ঝড় এলে কেউ বাঁচবে না, কারণ, শেকড় মেলার জায়গা নেই, ঘাড়ের কাছে বড় বড় বাড়ি, ডালপালার ব্যালেন্স কমে যাচ্ছে'।
তিনি আরও লেখেন, 'যে গাছগুলো গত বছর ঝড়ে বা আমফান, ইয়াশে পড়ে গেছে, তাদের জায়গায় আমরা নতুন কোন গাছ বসাই নি, কিছু গাছ বসালেও তার যত্ন নিইনি। লেক, সার্দান অ্যাভনিউ বিরাট অঞ্চল জুড়ে অনেক অনেক গাছ আজ আর নেই। দক্ষিণ কলকাতার লেকে কি জঙ্গল বানাতে পারি না আমরা? আমি আমার এলাকাটুকু নিয়েই আপাতত ভাবছি, স্বার্থপরের মতো'।
তিনি এও প্রশ্ন করেন, 'কিছু কি করা যেতে পারে?? সবাই মিলে?? গা বাঁচানোর আরেক নাম সহ্য, আর হচ্ছে কি??'
শুধু ফিরহাদ হাকিমকেই নয়, তাঁর 'মেনশন'র তালিকায় রয়েছেন সঙ্গীত শিল্পী অনুপম রায়, জয় সরকার, রূপম ইসলাম, ব্রততী বন্দ্যোপাধ্যায়, পরিচালক সৃজীত মুখার্জি, রাসবিহারীর বিধায়ক দেবাশিষ কুমার সহ আরও অনেকে। পাশাপাশি পরিচিত ৯৮ জনকেও ট্যাগ করেছেন তিনি।
উল্লেখ্য, বুধবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি এবং ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি এবং ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার মধ্যে বাঁকুড়ার তাপমাত্রা সর্বাধিক মাপা হয়েছে। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন