আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে সরাসরি 'অশ্লীল এবং একপেশে' বলেছেন জুরি চেয়ারম্যান নাদাভ ল্যাপিড। তাঁর এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে গোটা দেশ। কেন্দ্রের মসনদে থাকা বিজেপি সরকার তীব্র কটাক্ষ করেছে নাদাভকে। তবে, বিজেপির নেত্রা-মন্ত্রী বা নিজের দেশের কূটনীতিবিদদের তীক্ষ্ণ সমালোচনার মুখেও নিজের বক্তব্যে অনড় রইলেন ইজরায়েলি চিত্র পরিচালক।
ইজরায়েলি সংবাদপত্রে দেওয়া একটি সাক্ষাৎকারে নাদাভ স্পষ্ট জানান, খারাপ সিনেমা বানানো অপরাধ নয়। কিন্তু ওই ছবিটি অত্যন্ত নিষ্ঠুর, হিংসাত্মক এবং কারসাজি করে বানানো। আমি আমার মন্তব্য থেকে কোনওভাবেই সরছি না। কারণ আমি জানি কীভাবে সিনেমাকে ছদ্মবেশে প্রচারের হাতিয়ার বানানো হয়। রাজনৈতিক চাপের কারণেই কাশ্মীর ফাইলসের মত ছবিকে IFFI-র প্রতিযোগিতা বিভাগে ঢোকানো হয়েছে।
লাপিড আরও বলেন, বিভিন্ন দেশের মানুষ ক্রমাগত সত্য বলার সামর্থ্য, সাহস হারাচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাউকে তো সত্যিটা তুলে ধরতে হবে। ছবিটি দেখার সময় আমার মনে হয়েছে, ইজরায়েলে এমন হলে তার চেহারাটা কেমন হতো! এখনও তেমন হয়নি, কিন্তু হতেই পারত। তাই আমার মনে হয়েছে এই কথাগুলো বলা উচিত। কারণ, আমি এমন একটা জায়গা থেকে এসেছি যা সমাজ সংস্কারের দিক থেকে এখনও অনেক পিছিয়ে। তা ক্রমশ অন্ধকারের পথে এগোচ্ছে।
ইজরায়েলের প্রসঙ্গ উল্লেখ করে পরিচালক জানান, এখানকার এরকম পরিস্থিতিতে যদি কোনও বিদেশী জুরি এসে যা দেখেছেন তা স্পষ্টভাবে বলেন, আমি অত্যন্ত খুশি হবো। আমি মনে করি, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁদের সামনে সত্য বলাটা আমার কর্তব্য। মঞ্চে উপস্থিত থাকাকালীন আমাকে বক্তব্য রাখতে বললে, আমি কি গোয়ার সমুদ্র সৈকতে যা দেখেছি এবং যেসব সুস্বাদু খাবার খেয়েছি সেই সম্পর্কে বলব? আমি এত রাখঢাক গুড়গুড় পছন্দ করি না।
কাশ্মীর ফাইলস নিয়ে বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা সম্পর্কে ল্যাপিড বলেন, আমার বক্তব্যে যে ভারত সরকার সন্তুষ্ট হবে না তা আমি আগেই অনুমান করেছি। কারণ, এই সরকার প্রথম থেকেই ছবিটিতে মদত দিয়েছে। কিন্তু দেশ কি শুধু সরকারের? আমি তা মনে করি না। আমি যা বলেছি তাতে ভারত এবং ইজরায়েল উভয় সরকারই অস্বস্তিতে ভুগছে।
তবে তীক্ষ্ণ সমালোচনার পাশাপাশি এদেশের প্রচুর মানুষের সমর্থন পেয়েছেন ল্যাপিড। কংগ্রেস নেতা সুপ্রিয়া সিরান্তে, শিবসেনা নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী, অভিনেত্রী স্বরা ভাস্কর সহ অনেকেই সমর্থন জানিয়েছেন তাঁকে। ল্যাপিড সত্যকে তুলে ধরায় তাঁরা খুশি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন