তাপসী পান্নু অভিনীত মিতালী রাজ-এর বায়োপিক ‘সাবাশ মিঠু’ পরিচালনা করবেন সৃজিত মুখার্জি। মঙ্গলবার একথা জানিয়েছেন ভায়াকম ১৮ স্টুডিওর সিওও অজিত আন্ধারে। এর আগে এই ছবি পরিচালনার কথা ছিলো রাহুল ঢোলাকিয়ার। কিন্তু কোভিড জনিত কারণে ছবির শ্যুটিং পিছিয়ে যাওয়ায় রাহুলের পক্ষে এই ছবি পরিচালনা করা সম্ভব হবে না। আগামী ২০২২-এ মুক্তি পাবার কথা ‘সাবাশ মিঠু’।
এদিনের ঘোষণার পর পরিচালক সৃজিত মুখার্জি জানান – একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমার প্রথম থেকেই এই চলচ্চিত্রে আগ্রহ ছিলো। মহিলাদের একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক মিতালী রাজ আমার কাছে অনুপ্রেরণাও। আমি যখন প্রথম এই ছায়াছবির কথা শুনেছিলাম তখন থেকেই সব খবর রাখতাম। এখন আমিও এই ছায়াছবির অংশ।
মঙ্গলবার ভায়াকম ১৮ স্টুডিওর পক্ষে অজিত আন্ধারে জানান – কোভিডের কারণে আমাদের এই ছবির শ্যুটিং রিশিডিউল করতে হয়েছে এবং যার ফলে রাহুল এই ছবিতে কাজ করতে পারবেন না। এটা আমাদের কাছে এবং রাহুলের কাছে দুর্ভাগ্যজনক। আমরা এই দায়িত্ব সৃজিতের হাতে তুলে দিচ্ছি। আমরা নিশ্চিত সৃজিতও এই ছবিতে তাঁর প্রতিভার পরিচয় দেবে।
এই প্রসঙ্গে পরিচালক রাহুল ঢোলাকিয়া জানিয়েছেন – কিছু কিছু চলচ্চিত্র এরকম হয় যেটা নিজের ভেতর থেকে বলে দেয় তোমাকে এটা করতেই হবে। সাবাশ মিঠু এরকমই এক চলচ্চিত্র। কিন্তু কোভিড আমাদের সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমি এই চলচ্চিত্র পরিচালনা করতে পারছিনা। মিতালী রাজের জীবন অবলম্বনে প্রিয়া আভেন খুব যত্ন নিয়ে এই স্ক্রিপ্ট তৈরি করেছে। আমি পুরো সাবাশ মিঠু টিমকে অভিনন্দন জানাই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন