আসছে শাহরুখের নতুন ছবি ‘Dunki’, ‘ডঙ্কি ফ্লাইটস’ চক্রের উপর তৈরি এই সিনেমা? কী সেই স্ক্যাম?

People's Reporter: ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ব্লকবাস্টার সাফল্যের পর এবার পরিচালক রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নিয়েই ভক্তদের মধ্য চরম উন্মাদনা রয়েছে।
Dunki ছবির পোস্টার
Dunki ছবির পোস্টারছবি সংগৃহীত
Published on

২ নভেম্বর ২০২৩, কিং খান শাহরুখ খানের ৫৮ তম জন্মদিন। ভারত-সহ গোটা বিশ্বে কিং খানের অগুন্তি ভক্তদের জন্য যা কার্যত উৎসবের দিন। আর এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই বৃহস্পতিবার প্রকাশিত হল বাদশার নতুন ছবি ‘ডাঙ্কি’র টিজার। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ব্লকবাস্টার সাফল্যের পর এবার পরিচালক রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নিয়েই ভক্তদের মধ্য চরম উন্মাদনা রয়েছে।

চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পেতে চলা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে পাঞ্জাবের এক ব্যক্তির ভারত থেকে কানাডায় অভিবাসনের যাত্রার কাহিনী দেখানো হয়েছে। এই ছবিতে পরিচালক ভারত থেকে বিদেশে যাওয়ার জন্য বহুল ব্যবহৃত একটি বেআইনি পন্থা ‘ডঙ্কি ফ্লাইট’-এর বিষয়ে দেখিয়েছেন। কিন্তু কী এই ‘ডঙ্কি ফ্লাইট’?

অভিবাসন সংক্রান্ত মার্কিন সংস্থা ‘মাইগ্রেশন পলিসি ইন্সটিটিউট’-এর মতে, ভারত থেকে অন্য দেশে বেআইনি অভিবাসনের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত পন্থা হল এই ডাঙ্কি ফ্লাইট। অভিবাসন আইনের চোখে ফাঁকি দিয়ে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার জন্য এই পথ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। পাঞ্জাবি ভাষার বাগধারা থেকে অনুপ্রাণিত এই নামের অর্থ ‘এক লাফে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া’।

পাঞ্জাব-সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই ‘ডাঙ্কি ফ্লাইট’ রীতিমতো একটি ব্যবসা হয়ে উঠেছে। একাধিক ভ্রমণ সংস্থাগুলি মানুষকে তাঁর পছন্দের দেশে পাঠানোর আশ্বাস দিয়ে ও নিশ্চিত ভিসা দেওয়ার লোভ দেখিয়ে আগ্রহীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেয়। অনেকেই দীর্ঘ সাধারণ অভিবাসন প্রক্রিয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে ‘ট্র্যাভেল এজেন্সি’কে সেই টাকা দিয়ে দেয়। অনেকে সেই টাকা জোগাড় করার জন্য জমি-সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ‘ট্র্যাভেল এজেন্সি’ তাদের দেওয়া কথা রাখছে না বা বিদেশে পাঠানোর পর নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে না।

মূলত মালবাহী জাহাজের মাধ্যমে ভারত থেকে অন্য দেশে অবৈধ অনুপ্রবেশ ঘটে।  তবে এইভাবে বিদেশে যাওয়া অভিবাসীরা বেশিরভাগ ক্ষেত্রেই সীমান্তে বিদেশি পুলিশের হাতে ধরা পড়ে যান এবং বিদেশে হাজতবাস করতে হয়। এঁদের আর কোনোদিন দেশেও ফেরা হয় না।

Dunki ছবির পোস্টার
Kangana Ranaut: তিন বার চেষ্টার পরেও 'লক্ষ্যভ্রষ্ট'! রাবণ দহনে ব্যর্থ হয়ে ট্রোলের শিকার কঙ্গনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in