আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলছে রাজ্যের সরকারি জুনিয়র ডাক্তারদের। ডাক্তারদের কর্মবিরতিকে তীব্র নিন্দা করে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রশ্ন তোলেন, “সরকারি বেতন, বোনাস নেবেন তো নাকি?” বিধায়কের এই মন্তব্য ভাইরাল হতেই বন্ধু-সহকর্মীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় বন্ধু কাঞ্চন মল্লিককে কড়া ভাষায় জবাব দিয়ে সুদীপ্তা লেখেন, “কর্মবিরতিতে থাকা ডাক্তাররা সরকারী চাকরি করেন বলে তাঁদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে পারবেন না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকুরিজীবীর মাইনে নেওয়া যাবে না?”
অভিনেত্রী আরও লেখেন, “'চাকরি' শব্দটা তো আপনি আক্ষরিক অর্থেই নিয়ে নিয়েছেন মশাই। সরকারি হাসপাতালের সরকারি কর্মচারী নৃশংস ভাবে ধর্ষিত ও খুন হয়ে যাওয়া তিলোত্তমার মা বাবা কে 'মেয়ে আত্মহত্যা করেছে' বললো কেন? এই প্রশ্ন করার আগে সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়ে দিতে হবে? না, মানে, বিবেকের তাড়নায় কেউ ফেরত দিতেই পারেন। কিন্তু সেটাই আগাম শর্তাবলী নাকি? দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখে এই নির্লজ্জ কমেডি করার আগে একবার ও ভাবলেন না? আপনার শুভ বুদ্ধির উদয় হোক শিগগিরই, এই কামনা করি।“
এরপরে আরও একটি পোষ্টে নিজের বন্ধু-সহকর্মীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, “এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ,কান,মাথা,মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা,শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবি টা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।“
তবে শুধু সুদীপ্তা চক্রবর্তী নয়। কাঞ্চন মল্লিকের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তাঁর বহু সহকর্মীরা। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে লেখেন, “ছিঃ কাঞ্চন মল্লিক ছিঃ।“
অন্যদিকে, কাঞ্চনকে কিছুটা কটাক্ষ করে ঋত্বিক চক্রবর্তী নিজের সমাজ মাধ্যমে লিখেছেন, “ঘাটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টা টা মল্লিক।“
উল্লেখ্য, চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে রবিবার কাঞ্চন মল্লিক সংবাদমাধ্যমে বলেন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?” তবে যাঁরা এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চনের প্রশ্ন, “আসল উদ্দেশ্য কোনটি? দোষীর শাস্তি নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ?” পাশাপাশি, ঘটনার তীব্র নিন্দা করে ধর্ষকের ফাঁসিও চেয়েছেন তারকা বিধায়ক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন