Lok Sabha Polls 24: অভিনয় ছেড়ে রাজনীতিতে স্বরা? প্রার্থী হতে পারেন লোকসভাতে? জল্পনা শুরু

People's Reporter: রাজনীতির ময়দানে বরাবরই সক্রিয় স্বরা ভাস্কর। প্রকাশ্যে বহুবার মোদী সরকারের সমালোচনা করতে দেখা গেছে অভিনেত্রীকে। সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধেও সরব হন স্বরা।
স্বরা ভাস্কর
স্বরা ভাস্করফাইল ছবি
Published on

এবার অভিনয় ছেড়ে রাজনীতিতে পা দিচ্ছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর? আসন্ন লোকসভা নির্বাচনে নর্থ সেন্ট্রাল মুম্বাই থেকে প্রার্থী হতে পারেন কংগ্রেসের প্রতীকে? সম্প্রতি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেসের সভাপতি চেন্নিথলার সঙ্গে দেখা করতে দিল্লিতে দলের সদর দফতরে যান স্বরা। আর তারপর থেকেই জল্পনা তৈরি হচ্ছে অভিনেত্রী স্বরা ভাস্করকে নিয়ে।

লোকসভা নির্বাচনে নর্থ সেন্ট্রাল মুম্বাই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, ওই কেন্দ্র থেকে তাই হেভিওয়েট কাউকে প্রার্থী করতে চাইছে কংগ্রেস। এর আগে রাজ বব্বরের নাম উঠে আসছিল ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে। এবার এই তালিকায় যুক্ত হল আরেক তারকার নাম। স্বরা অথবা রাজ, এই দুজনের যে কোনও একজনকে প্রার্থী করবে কংগ্রেস।

রাজনীতির ময়দানে বরাবরই সক্রিয় স্বরা ভাস্কর। প্রকাশ্যে বহুবার মোদী সরকারের সমালোচনা করতে দেখা গেছে অভিনেত্রীকে। সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধেও সরব হন স্বরা। রাহুল গান্ধীর সাথে ভারত জড়ো যাত্রাতেও অংশ নিয়েছিলেন। যার ফলে প্রতিভা থাকা সত্ত্বেও বলিউড থেকে ক্রমশ কোণঠাসা হচ্ছেন অভিনেত্রী বলে অভিযোগ তাঁর অনুরাগীদের।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন স্বরা। অভিনেত্রীর মা ইরা ভাস্কর ওই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপিকা। তাঁর বাবা সি উদয় ভাস্কর পেশায় একজন নৌসেনা ছিলেন। তবে বর্তমানে তিনি অবসর গ্রহণ করেছেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দেশের আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আসনগুলিতে প্রার্থিঘোষণা করা হয়। শেষ দফায় বাংলার থেকে ৮ জনের প্রার্থী নাম ঘোষণা করে কংগ্রেস। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি, তার মধ্যেই স্বরার নাম ঘিরে জল্পনা জোরাল হয়েছে।

স্বরা ভাস্কর
Partha Sarathi Dev: টলিউডের বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব প্রয়াত
স্বরা ভাস্কর
Lok Sabha Polls 24: ভাদোদরা জুড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোষ্টার - নির্বাচন থেকে সরলেন রঞ্জনবেন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in