ফিরে দেখা ২০২৩: দেখে নেওয়া যাক এবছরের সেরা কিছু ওয়েব সিরিজ

People's Reporter: করোনার পর থেকে হল বিমুখী হয়েছেন অনেকে। এখন মানুষ বাড়িতে বসেই নিজের ফোনে বা ল্যাপটপে সিনেমা-সিরিজ দেখতে বেশি পছন্দ করেন। তাই বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে বেড়েছে ওয়েব সিরিজের চাহিদা।
ফিরে দেখা ২০২৩: দেখে নেওয়া যাক এবছরের সেরা কিছু ওয়েব সিরিজ
Published on

শেষ হতে চলেছে ২০২৩ সাল। শুরু হবে নতুন বছর, ২০২৪ সাল। তার আগে দেখে নেওয়া যাক চলতি বছরের সেরা কিছু ওয়েব সিরিজ, যা দর্শকদের মন জয় করে নিয়েছে।

করোনার পর থেকে হল বিমুখী হয়েছেন বহু দর্শক। এখন মানুষ হলের থেকে বাড়িতে বসেই নিজের ফোনে বা ল্যাপটপে সিনেমা-সিরিজ দেখতে বেশি স্বাছন্দ্য বোধ করেন। আর সে কারণেই বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে বেড়েছে ওয়েব সিরিজের চাহিদা।

পাশাপাশি সিনেমাপ্রেমীরা সবসময় ভালো গল্প খোঁজে। সে সত্যঘটনা অবলম্বনে হোক বা থ্রিলার। আবার কমেডিও চলতে পারে। এবার বছরজুড়ে সিরিজে লক্ষ করা গেছে ভিন্ন ধরণের উপস্থাপনা। এক নজরে দেখে নেওয়া যাক বছরের সেরা কিছু সিরিজ -

দ্য রেলওয়ে ম্যানঃ এবছর ১৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শিব রয়েল পরিচালিত ‘দ্য রেলওয়ে ম্যান’ ওয়েব সিরিজটি। এই সিরিজের মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। পাশাপাশি অভিনয় করেছেন, আর মাধবন, কে কে মেনন এবং দিব্যেন্দু। এই সিরিজে উঠে এসেছে ভোপাল গ্যাস ট্র্যাজেডির গল্প। রেলওয়ে হিরোরা কিভাবে নিজের প্রাণের কথা সেদিন না ভেবেই সকলের সাহায্যে প্রাণের রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা দেখানো হয়েছে। সিরিজটি দর্শকদের মন কেড়েছে।

ইন্দুবালার ভাতের হোটেলঃ দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ওয়েব সিরিজটি বাংলা সিরিজের জগতে এক আলাদাই আলোড়ন তৈরি করেছিল। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে পূর্ববঙ্গের এক মেয়ের সঙ্গে কলকাতার এক ছেলের বিয়ে। দেশভাগের কারণে কোনোদিনও নিজের দেশের বাড়ি বাংলাদেশে যেতে পারেনি তিনি। তারপর কলকাতায় তাঁর ভাতের হোটেল। এক মহিলার সংগ্রামের গল্প। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হইচইতে মুক্তি পেয়েছিল সিরিজটি।

আবার প্রলয়ঃ রাজ চক্রবর্তী পরিচালিত এবং শ্বাশত চট্টোপাধ্যায় অভিনীত এই বাংলা সিরিজটি দর্শকদের ভিতর ব্যাপকভাবে আলোড়ন ফেলে দিয়েছিল। সুন্দরবন এলাকায় মেয়ে পাচারের ঘটনা নিয়ে এই সিরিজটি। শ্বাশতকে এই সিরিজে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে। সিরিজে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত ও অন্যান্যরা। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছিল এই সিরিজটি।

কালাপানিঃ সামির সাক্সেনা ও অমিত গোলানি পরিচালিত এই ওয়েব সিরিজে প্রকৃতি কী করতে পারে, সেই দৃশ্য দেখানো হয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় প্রত্যাশিত একটি মহোৎসব, এবং সৌদামিনীর রোগ সংক্রান্ত গবেষণা, তারপরই নানা টার্ন এন্ড টুইস্ট। সিরিজে অভিনয় করেছেন মোনা সিং, আশুতোষ গোয়ারিকর, সুনীল গোয়েল, আয়ুশি শর্মা এবং অন্যান্যরা। সিরিজটি নেটফ্লিক্সে রয়েছে।

এছাড়া শাহিদ কাপুর অভিনীত ‘ফার্জি’ সিরিজটি বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে। এছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজ রয়েছে যেগুলি জনপ্রিয় হয়েছিল। সেগুলির মধ্যে অন্যতম, ‘জুবিলী’, ‘দ্যা নাইট ম্যানেজার’, ‘শিকারপুর’, ‘লাস্ট স্টোরিজ ২’, ‘মেড ইন হেভেন ২’ উল্লেখ্যযোগ্য।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in