এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন তামিল সুপারস্টার ‘থালাপতি’ বিজয়। ২০২৬-এর তালিমনাড়ু বিধানসভার আগে তাঁর তৈরি দল রাজনীতিতে পদার্পণ করবে। এমনই জানা যাচ্ছে বিজয়ের ঘনিষ্ঠ সূত্রে।
শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি ওই দলের সভাপতি নিযুক্ত হয়েছেন বলে খবর। ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তিনি দলের নাম নথিভুক্ত করাতে পারেন। সেই মতো চেন্নাইতে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
সূত্র জানিয়েছে, অভিনেতার নিবন্ধিত ফ্যান গ্রুপ ‘বিজয় মক্কাল আইয়াক্কাম’, যা অনেক সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত, একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হচ্ছে।অভিনেতার ঘনিষ্ঠমহলের মতে কেরালা এবং কর্ণাটকেও তাঁর ফ্যান গ্রুপের প্রচার এবং তাঁর অনুগামীদের দেখে তামিলনাড়ুর বাইরেও এই দল প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রায় ২০০ জন সদস্যের উপস্থিতিতে বিজয়কে দলের সভাপতি করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষও নিযুক্ত করা হয়ে গিয়েছে বলে খবর মিলছে। পাশাপাশি, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। সূত্রের খবর, দলের কার্যনির্বাহ কমিটিই বিজয়কে সভাপতি চয়ন করেছে।
মূলত তামিল ছবিতেই অভিনয় করেছেন বিজয়। কিন্তু সারা দেশজুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। রজনীকান্তের পর তাঁকে তামিল ছবির সুপারস্টার বলা হয়। এখনও পর্যন্ত মোট ৬৮ টি ছবি করেছেন তিনি। তবে বহুদিন ধরেই রাজনীতিতে আসার ইচ্ছা ছিল তাঁর।
দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজ করে চলেছেন অভিনেতা। দুঃস্থদের খাদ্যসামগ্রী বণ্টন, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ বহন, গ্রন্থাগার নির্মাণ, এমনকি বিনামূল্যে বহু ছেলেমেয়েকে টিউশনের ব্যবস্থাও করে দিয়েছেন বিজয়। কোর্ট-কাছারি করতে গিয়ে টাকার অভাব পড়লে বিজয় বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থাও করে দেন।
রাজনীতিতে নিজের আদর্শের কথা বলতে গিয়ে সবসময় বিআর অম্বেডকর, পেরিয়ার, কামারাজের কথা উল্লেখ করেন তিনি। রাজনীতিতে ভাল-মন্দ দুই-ই আছে, ভালকে গ্রহণ করে, খারাপটিকে বিসর্জন দিতে হবে বলে বার্তা দেন তিনি। যে কোনও দুর্নীতির বিরুদ্ধেও সরব হতে দেখা যায় তাঁকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন