জল্পনার অবসান, আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে পা থালাপতি বিজয়ের, লোকসভায় লড়বেন?

People's Reporter: জানা যাচ্ছে, ২০২৬ –এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল। উল্লেখ্য, কয়েকদিন আগেই তমিঝা ভেট্রি কাজগাম (টিভিকে) এর নেতারা তাকে দলের প্রধান নিযুক্ত করেছেন।
রাজনীতিতে পদার্পণ ‘থালাপতি’ বিজয়ের,
রাজনীতিতে পদার্পণ ‘থালাপতি’ বিজয়ের, ছবি সংগৃহীত
Published on

জল্পনার অবসান। এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দায়ে পা রাখলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। প্রকাশ্যে আনলেন তাঁর দলের নাম - ‘তামিজাগা ভেট্রি কাজাগাম’ (Tamizhaga Vetri Kazhagam)। জানা যাচ্ছে, ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বে বিজয়ের দল। কয়েকদিন আগেই তাঁকে দলের সভাপতি নিযুক্ত করা হয়েছে।

বিজয় জানিয়েছেন, তাঁর দল লোকসভা নির্বাচনে লড়বে না। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদের বৈঠকে যেভাবে সিদ্ধান্ত হয়েছে, TVK কাউকে সমর্থন করবে না, তিনি বলেন।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে বিজয় জানিয়েছেন, "আমি দলীয় কাজকে প্রভাবিত না করে এবং জনসেবার রাজনীতিতে নিজেকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত না করে ইতিমধ্যেই যে ছবিটির প্রতিশ্রুতি দিয়েছি তা সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছি।“

এর আগেও এনটি রামারাও, জয়ললিতা, রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণরাও রাজনীতির ময়দানে নেমেছিলেন নিজের দল খুলে। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়।

মূলত তামিল ছবিতেই অভিনয় করেছেন বিজয়। কিন্তু সারা দেশজুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। রজনীকান্তের পর তাঁকে তামিল ছবির সুপারস্টার বলা হয়। এখনও পর্যন্ত মোট ৬৮ টি ছবি করেছেন তিনি। তবে বহুদিন ধরেই রাজনীতিতে আসার ইচ্ছা ছিল তাঁর।

দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজ করে চলেছেন অভিনেতা। দুঃস্থদের খাদ্যসামগ্রী বণ্টন, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ বহন, গ্রন্থাগার নির্মাণ, এমনকি বিনামূল্যে বহু ছেলেমেয়েকে টিউশনের ব্যবস্থাও করে দিয়েছেন বিজয়। কোর্ট-কাছারি করতে গিয়ে টাকার অভাব পড়লে বিজয় বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থাও করে দেন।

রাজনীতিতে নিজের আদর্শের কথা বলতে গিয়ে সবসময় বিআর অম্বেডকর, পেরিয়ার, কামারাজের কথা উল্লেখ করেন তিনি। রাজনীতিতে ভাল-মন্দ দুই-ই আছে, ভালকে গ্রহণ করে, খারাপটিকে বিসর্জন দিতে হবে বলে বার্তা দেন তিনি। যে কোনও দুর্নীতির বিরুদ্ধেও সরব হতে দেখা যায় তাঁকে। 

রাজনীতিতে পদার্পণ ‘থালাপতি’ বিজয়ের,
উদ্বোধনের পর ভরছে রাম মন্দিরের কোষাগার, ১১ দিনে ১১ কোটি অনুদান
রাজনীতিতে পদার্পণ ‘থালাপতি’ বিজয়ের,
NIT Calicut: রাম মন্দির উদ্বোধনের দিন কলেজে বিক্ষোভ দেখানোর 'শাস্তি'! বরখাস্ত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in